রবি উদয়ের দেশে উদীয়মান রবি, ভারতের ঝুলিতে আনলেন দ্বিতীয় রুপো



রবি উদয়ের দেশে উদীয়মান রবি, ভারতের ঝুলিতে আনলেন দ্বিতীয় রুপো। ভারতের পঞ্চম কুস্তিগীর হিসেবে অলিম্পিক্স পদক জিতলেন রবি দাহিয়া। অলিম্পিক্সে রুপো জিতেই থামতে হল হল তাঁকে। টোকিও অলিম্পিক্সে  ভারতের ঝুলিতে আনলেন দ্বিতীয় রুপো। 


৫৭ কেজির ফ্রি স্টাইল কুস্তির ফাইনালে দুবারের বিশ্বসেরা রাশিয়ান কুস্তিগীর জাভুর ইগুয়েভের কাছে ৭-৪ হেরে সোনার স্বপ্ন অধরা থেকেই গেল রবির। ফাইনাল সহ গোটা অলিম্পিক্সের মঞ্চে যেরকম পারফরম্যান্স মেলে ধরলেন রবি, তা দেখে মুগ্ধ ভারতীয় ক্রীড়াপ্রেমীরা।


টোকিও অলিম্পিক্সে ভারতের মোট পদক ৫। মীরাবাঈ চানুর পর রবির হাত ধরে টোকিও থেকে এল দ্বিতীয় রুপো। ব্যডমিন্টনে পিভি সিন্ধু, বক্সিংয়ে লভলিনা বরগোহাঁই, পুরুষদের হকিতে এসেছে ব্রোঞ্জ পদক।


রবির রুপো জয়ের পরই শুভেচ্ছাবার্তায় ভাসছেন তিনি। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে একাধিক নেতা-নেত্রী থেকে ক্রীড়াবিদ বা সাধারণ ক্রীড়াপ্রেমী, সকলেই রবিকে শুভেচ্ছা জানিয়েছেন।