Latest News

6/recent/ticker-posts

Ad Code

Viral ‘মানিকে মাগে হিঠে’- জানেন কি গায়িকা কে? গানটিই বা কোন ভাষায়!

Viral ‘মানিকে মাগে হিঠে’- জানেন কি গায়িকা কে? গানটিই বা কোন ভাষায়! 

Yohani



সম্প্রতি  ভাইরাল হয়েছে ‘মানিকে মাগে হিঠে’- এর অর্থ কী তা বুঝতে পারেনি অনেকেই, ভাষাটি না জানার জন্য। অথচ শরীর দুলিয়েছে এই ভাইরাল গানের ছন্দে। 

গানটি গেয়েছেন শ্রীলঙ্কার জনপ্রিয় দুই শিল্পী সাথীসান রথনায়কে ও ইয়োহানি দিলোকাদে। সিংহলী ভাষার এই গানের কলি মুখে মুখে। এমনকি ‘বিগ বি’ অমিতাভ বচ্চনও গানটির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করুন লেটেস্ট আপডেট পেতে- ক্লিক করুন 

Yohani



ইয়োহানি একাধারে গায়িকা, সংগীত প্রযোজক, গীতিকার ও ব্যবসায়ী। ‘র‌্যাপ রাজকন্যা’ হিসেবে পরিচিত এই শিল্পী ইউটিউবের মাধ্যমে সংগীত ক্যারিয়ার শুরু করেন। তার র‌্যাপ গান ‘দেবীয়াঙ্গে বারে’ বেশ জনপ্রিয়তা পায়। ১৯৯৩ সালে জন্মগ্রহণ করেন ইয়োহানি। 

Yohani



ইয়োহানির বাবা একজন সেনাবাহিনীর কর্মকর্তা। মা বিমান সেবিকা। বিজ্ঞান নিয়ে লেখাপড়া করলেও তার আগ্রহ ছিল লজিস্টিক ম্যানেজমেন্ট। তবে ইয়োহানি তাঁর বাবাকেই উৎসর্গ করেছে তাঁর  ইউটিউব চ্যানেলটিকে।  ইতিমধ্যে গানের জন্য একাধিক পুরস্কার জিতেছেন ইয়োহানি।





#ManikeMageHithe #yohani #chamath #satheeshan

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code