Latest News

6/recent/ticker-posts

Ad Code

zivame প্রথমবারের মতো আয়োজন করলো ভার্চুয়াল ফ্যাশন শো

zivame প্রথমবারের মতো আয়োজন করলো ভার্চুয়াল ফ্যাশন শো


bikini girl
zivame

2 জুলাই, 2021: অন্দরমহলের গোপন কথা যেমন কানে কানে ভাগ হয়ে যায় অলস দুপুরের মেয়েলি আড্ডায় তেমনি বাদ পড়ে না অন্তর্বাসও। আধুনিক ফুলকারি নকশা থেকে সঠিক মাপ সবই উঠে আসে ঘরোয়া আলোচনায়। সম্প্রতি অন্তর্বাস প্রস্তুতকারক সংস্থার উদ্যোগে ফ্যাশন শো-এর আয়োজন করা হয়েছিল। তবে সেই ফ্যাশন শো সম্পূর্ণভাবে ছিলো ভার্চুয়াল।

girl with bra
zivame




zivame, ভারতের একটি অন্তর্বাস প্রস্তুতকারক সংস্থা। এই সংস্থার উদ্যগেই এই ভার্চুয়াল ফ্যাশন শো এর আয়োজন। ভার্চুয়াল এই ফ্যাশন শোতে zivame মহিলাদের অন্তর্বাস (Lingerie), শেপওয়্যার (Shapewear), অ্যাক্টিভওয়্যার (Activewear) এবং স্লিপওয়্যার (Sleepwear) পরিধান করে বাড়িতে থেকেই অংশ নিয়েছিলেন র‍্যাম্প শো তে।


girl with bra
zivame





ফ্যাশন শো সম্পর্কে বলতে গিয়ে, জিভামের হেড মার্কেটিং, খতিজা লোখণ্ডওয়ালা (Khatija Lokhandwala) বলেছেন, "কোন মডেল নয়, আমাদের ক্রেতারাই র‍্যাম্প শো করেছেন। সবদিক থেকে এই ফ্যাশান শো ছিলো আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। আর আমরা তা সম্পূর্ণ করতে পেরেছি।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code