Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনার আতঙ্কের মধ্যেই পাওয়া গেলো Zika virus

করোনার আতঙ্কের মধ্যেই পাওয়া গেলো Zika virus


Zika virus



একদিকে করোনার আতঙ্ক, অপরদিকে এসে জুড়ে বসলো জিকা ভাইরাস (Zika virus)। কেরালায় এমনই ঘটনা সামনে এলো। কেরালা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ বৃহস্পতিবার জানিয়েছেন, তিরুবনন্তপুরমের (Thiruvananthapuram) পরশালার (Parassala) এক 24 বছর বয়সী গর্ভবতী মহিলাকে জিকা ভাইরাসে আক্রান্ত অবস্থায় পাওয়া গেছে।




বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এই মহিলার শরীরে ২৮ শে জুন থেকে লক্ষণ দেখাতে শুরু করেছিল।


এই মহিলা গত ৭ জুন সন্তানের জন্ম দেন। এই অবস্থায় জিকা ভাইরাসের (Zika virus) উপস্থিতি পাওয়া গেলেও তার অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গেছে।




রাজ্যের বাইরে তাঁর কোনও ভ্রমণ ইতিহাস না থাকলেও তার বাড়ি তামিলনাড়ু সীমান্তে। জানা গিয়েছে আক্রান্ত মহিলার মায়ের শরীরেও এক সপ্তাহ আগে একইরকম লক্ষণ দেখেছিলেন।




জিকা ভাইরাসে (Zika virus) আক্রান্ত হলে যে লক্ষণগুলি (zika virus symptoms) দেখা যায়, সেগুলি মূলত- জ্বর, ত্বকে ফুসকুড়ি এবং জয়েন্টে ব্যথা ।




এই ঘটনা ছাড়াও আরও ১৩ জন জিকা ভাইরাসে (Zika virus) সংক্রামিত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। রাজ্য সরকার অবশ্য পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি (National Institute of Virology) থেকে নিশ্চয়তার অপেক্ষায় রয়েছে।  (With inputs from PTI)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code