Latest News

6/recent/ticker-posts

Ad Code

এবছরেও কি ট‍্যাব কেনার ১০০০০ টাকা পাবে দ্বাদশের শিক্ষার্থীরা?

এবছরেও কি ট‍্যাব কেনার ১০০০০ টাকা পাবে দ্বাদশের শিক্ষার্থীরা?






করোনা সংক্রমণের জেরে গত বছর থেকেই টানা কার্যত টানা বন্ধ স্কুল কলেজ। লকডাউন, কড়া বিধিনিষেধের কারণে স্কুলের চৌকাঠ পেড়োতে পারেনি শিক্ষার্থীরা। যদিও মাঝখানে নবম থেকে দ্বাদশের ক্লাস খুলে গেলেও সংক্রমণ বৃদ্ধির জের ফের বন্ধ করে দেওয়া পঠন পাঠন। গত বছর উচ্চ মাধ‍্যমিক শিক্ষার্থীদের কথা ভেবে রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায় দ্বাদশের প্রত‍্যেক ছাত্রছাত্রীকে ট‍্যাব কেনার জন‍্য ১০০০০ টাকা করে দেন। 




স্কুল বন্ধ থাকার জেরে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পড়াশুনায় যথেষ্ট ক্ষতি হচ্ছিল। ফলে অনলাইন পঠন পাঠনে শিক্ষার্থীদের যাতে অসুবিধা না হয় তাই প্রথমে ট‍্যাব দেওয়ার ঘোষনা করেন মুখ‍্যমন্ত্রী। কিন্তু পরে ট‍্যাবের পরিবর্তে ট‍্যাব কিনতে প্রত‍্যেক শিক্ষার্থীর অ্যাকাউন্টে টাকা দেয় সরকার। এবছরেও যারা দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে সেই সকল শিক্ষার্থীদের ট‍্যাব দেবে সরকার। 




মুখ‍্যমন্ত্রী জানিয়েছেন গত বছরের ন‍্যায় এবছ‍রেও দেওয়া হবে ট‍্যাব। ইতিমধ‍্যে স্কুল গুলিতে একাদশ থেকে দ্বাদশে উত্তীর্ণদের ভর্তি প্রক্রিয়ার নোটিশ দেওয়া হয়েছে সেই নোটিশেও শিক্ষার্থীদের কাছে ট‍্যাবের টাকা দেওয়ার জন‍্য প্রয়োজনীয় নথি চাওয়া হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code