EURO CUP 2021: সুইজারল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে স্পেন

EURO CUP



ইউরো কাপের (EURO CUP) সেমি ফাইনাল পৌঁছে গেল স্পেন। টাইব্রেকারে সুইজারল‍্যান্ড(SWITZERLAND)-কে হারিয়ে ইউরো কাপে সেমি ফাইনালে স্পেন (SPAIN)। 

শুক্রবার সেন্ট পিটার্সবার্গের ক্রেস্টোভস্কি স্টেডিয়ামে স্পেন ৩-১ গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে দেয়। 


এদিন ৮ মিনিটে স্পেনকে এগিয়ে দেয় সুইজারল‍্যান্ডের ডেনিস জাকারিয়ার আত্মঘাতী গোল। আলবার ভলি জাকারিয়ার পায়ে লেগে ডিফ্লেক্ট করে ঢুকে যায় গোলের মধ্যে। বিরতিতে ১-০ এগিয়ে মাঠ ছাড়ে স্পেন। 


দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে জার্দান শাকিরি দুরন্ত গোলে দলকে সমতায় ফেরান। সমতায় ফেরার নয় মিনিটের মাথায় রেমো ফ্রেউলার স্পেনেরে মোরেনোকে কড়া ট্যাকেল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। অতএব ১০জনের দলে পরিনত হয় সুইজারল‍্যান্ড। তবুও, সুযোগ নিতে পারেনি স্পেন। নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হয় খেলা। হার জিত পৌঁছায় টাইব্রেকারে। 


টাইব্রেকারে ৩-১ জিতেই স্পেন চতুর্থবারের জন্য খেতাব জয়ের স্বপ্ন দেখতে শুরু করে দিল।