Latest News

6/recent/ticker-posts

Ad Code

Weather Update: উত্তরবঙ্গের আবহাওয়া- ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুতের সম্ভাবনা

Weather Update:  উত্তরবঙ্গের  আবহাওয়া- ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুতের সম্ভাবনা 

rain



গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে সৃষ্টি হওয়া নিম্নচাপের হাত ধরে গত দুদিন ধরে ভারী বৃষ্টি হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়।

এদিকে শনিবার বেলা বাড়ার সঙ্গে  জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয় । বিক্ষিপ্তভাবে জেলাজুড়েই মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত চলছে ।  জলপাইগুড়িতে‌ এদিন দুপুর ২টার টার পর থেকে  হঠাৎই আকাশ মেঘ করে বিক্ষিপ্ত বৃষ্টি নামে। কিছুটা হলেও স্বস্তি মেলে জলপাইগুড়িবাসির। 

একই অবস্থা উত্তরের অন্যান্য জেলাতেও। যদিও দার্জিলিং জেলাতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি তথাপি উত্তরের অন্যান্য জেলা, মালদা, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হচ্ছে কয়েকদিন থেকে। এতে তাপমাত্রা তেমনভাবে কমেনি- বরং বৃদ্ধিপেয়েছে অস্বস্তি।  

তবে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী 24 থেকে 48 ঘণ্টায় উত্তরবঙ্গে উল্লেখযোগ্যভাবে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে। মূলত বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সবকটি জেলায়। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়াও বৃষ্টিপাতের সাথে সাথে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code