Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাজ নরেন্দ্রলাল মহিলা মহবিদ্যালয়ে বনমহোৎসব

রাজ নরেন্দ্রলাল মহিলা মহবিদ্যালয়ে বনমহোৎসব



নিজস্ব সংবাদদাতা,

পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মেদিনীপুরের রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ের (স্বশাসিত) পক্ষ থেকে অনুষ্ঠিত হলো বনমহোৎসব কর্মসূচি। মহাবিদ্যালয়ের বলাকা অ্যালুমনি অ্যাসোসিয়েশন, স্বচ্ছতা অ্যাকসান প্ল্যান এবং এন এস এস-এর সহযোগিতায় কর্মসূচিটি সুচারুভাবে অনুষ্ঠিত হয়েছে।


অতি বর্ষণের ভ্রুকুটি সত্বেও করোনা বিধি মেনে বিভিন্ন বিভাগের অধ্যাপক, অধ্যাপিকা,অশিক্ষক কর্মচারী এবং ছাত্রীরা সমবেত হয়েছিলেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত থেকে বৃক্ষরোপণে অংশগ্রহণ করেন কলেজের অধ্যক্ষা ড.জয়শ্রী লাহা,অধ্যাপক পলাশ ঘোড়াইসহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code