WB Primary Teacher Online Counseling - কীভাবে করবেন জানেন কি?
কিছুদিন আগেই নবান্নে মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন প্রাথমিকে ১০ হাজার ৫০০ শিক্ষক নিয়োগ হবে পূজার আগেই। ঘোষণা মত প্রাথমিক শিক্ষা পর্ষদ মঙ্গলবার সন্ধ্যায় নির্ঘণ্ট প্রকাশ করে।
পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য ঠিক এক সপ্তাহ আগে নির্ঘণ্ট প্রকাশের কথা জানিয়েছিলেন। সেই মোতাবেক নির্ঘণ্ট প্রক্রিয়াকরণের বিজ্ঞপ্তি সরকারিভাবে পর্ষদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।
বিজ্ঞতিতে জানানো হয়েছে, ১২ জুলাই থেকে ১৭ জুলাই অবধি অনলাইনে প্রার্থীরা তাদের রোল নম্বর ও জন্মতারিখ দাখিল করে জেলা নির্বাচন করতে পারবেন। এক্ষেত্রে প্রার্থীদের পছন্দসই জেলা নির্বাচন করার সুবিধা থাকছে। তবে সমস্তটাই হবে র্যাঙ্কিং এর ভিত্তিতে। তবে আজ খুলেছে সেই website- যেখানে অনলাইন কাউন্সিলিং করতে হবে।
প্রসঙ্গত প্রাইমারিতে এই প্রথমবার অনলাইনে কাউন্সিলিং হবে । প্রার্থীদের এক্ষেত্রে যা করতে হবে দেখে নিন একনজরে-
- প্রথমত এই ওয়েবসাইটে যেতে হবে- website
- সাইটটি Google Chrome অথবা Firefox browser এ খুলতে বলা হয়েছে।
- সেখানে ৯ সংখ্যার রোল নাম্বার দিতে হবে সাথে জন্ম তারিখ।
- এরপর Next Button এ ক্লিক করতে হবে।
- তারপর আপনার সম্পুর্ণ তথ্য সেখানে দেখাবে।
- এরপর আপনার মোবাইল নাম্বার দিয়ে ভেলিডেট (validate) করাতে হবে। আপনার মোবাইলে otp আসবে।
- এরপর জেলা ভিত্তিক ভ্যাকান্সি দেখাবে। সেখানে ড্রপডাউন মেনু থেকে আপনার পছন্দের জেলার নাম ১,২,৩,৪, করে দিতে হবে।
- এরপর সাবমিট করতে হবে।
আরও তথ্যের জন্য বিজ্ঞপ্তিটি দেখে নিন-
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊