আজ World Population Day-  মাত্র ৭০ বছরে জনসংখ্যা এখন ৭৭০ কোটি

World Population Day
World Population Day




প্রতি বছর ১১ই জুলাই রাষ্ট্রসংঘের উদ্যোগে সারা বিশ্বে ‘বিশ্ব জনসংখ্যা দিবস’ (World Population Day) পালিত হয়। বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০২০ অনসারে সবথেকে বেশী জনসংখ্যা রয়েছে চীনের, দ্বিতীয় ভারত। এ ছাড়া দ্রুত বর্ধনশীল জনসংখ্যার দেশের তালিকায় আছে নাইজার, গায়ানা, ওমান, উগান্ডা, মালদ্বীপ, অ্যাঙ্গোলা, কঙ্গো, বুরুন্ডি ও চাদ। ১৯৫০ সালে বিশ্বের জনসংখ্যা ছিল আড়াই শ কোটি। মাত্র ৭০ বছরে জনসংখ্যা এখন ৭৭০ কোটি।


জনসংখ্যা প্রতিটা সভ্যতাতেই সম্পদ হিসাবে পরিগণিত হয়। কিন্তু যখন সেই সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে তখন তা সমস্যার তৈরি করে। অপুষ্টি, অপর্যাপ্ত শিক্ষার সুযোগ, বেকারত্ব, চিকিৎসা সেবার অপ্রতুলতা ইত্যাদি সমস্যার মূলে রয়েছে অতিরিক্ত জনসংখ্যা।


তাই মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্য নিয়ে ১৯৮৯ সাল থেকে রাষ্ট্রসংঘের উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস (World Population Day) পালিত হচ্ছে।


বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব মতে প্রতি মিনিটে বিশ্বে ২৫০টি শিশু জন্মগ্রহণ করে। পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির এই প্রবণতা খুব বেশি পুরনো নয়। মূলত কৃষি বিপ্লবই জনসংখ্যা দ্রুত বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

তবে জনসংখ্যা বৃদ্ধির পেছনে যে সমস্ত কারণ গুলিকে দায়ী করা হয়-
  • বহুবিবাহ ও বাল্য বিবাহ
  • প্রাপ্ত বয়স্ক জনসংখ্যার আধিক্য
  • বেকারত্ব ও দারিদ্রতা
  • চিকিৎসা ব্যবস্থার উন্নতি
  • খাদ্য বা পুষ্ঠির সরবরাহ
  • পরিবার পরিকল্পনা ব্যবস্থার অভাব
  • পুত্র সন্তানের আকাঙ্খা
  • শিক্ষার অভাব
  • কৃষিনির্ভর সমাজ
  • স্বাস্থ্য ও পুষ্ঠির অভাব
  • অনুপ্রবেশ ও শরনার্থীর আগমন
  • সরকারী প্রচেষ্ঠার অভাব


উপরিক্ত প্রতিটি কারণ জন্মহার ও মৃত্যুহার কে বাড়িয়ে বা কমিয়ে জনসংখ্যার বৃদ্ধিতে সাহায্য করছে। এই জন সংখ্যাকে নিয়ন্ত্রনের জন্য প্রশাসনকেই কঠোর কোন পদক্ষেপ নিতে হবে আর তার সঙ্গে মানুষকে জনসংখ্যা বৃদ্ধির কুফল গুলি সম্পর্কে সচেতন করে তুলতে হবে।


ভারতের জনসংখ্যা এখন পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ। কিন্তু জনসংখ্যার এমুখী বৃদ্ধিতে আগামী সাত বছরে সেই অবস্থান পাল্টে যেতে পারে। চিনকে (the most populous city in the world) টপকে তালিকায় সবার ওপরে উঠে আসতে পারে ভারত।

যেখানে বিশ্বজুড়েই চলছে জন্ম নিয়ন্ত্রণের চেষ্টা। সেখানে কিন্তু ভারতে যেন উল্টোপূরাণ। এক পরিসংখ্যান অনুসারে ১ জানুয়ারি, ২০২০ ভারতে জন্ম নেওয়া সদ্যজাতের সংখ্যার পরিমাণ ৬৭ হাজার ৩৮৫। সেখানে চিনে সেই পরিমাণ ৪৬, ২৯৯।


জানাযায় পৃথিবীতে ২০২০-র পয়লা দিনে জন্ম নেওয়া সদ্যজাতের মধ্যে ১৭ শতাংশই ভারতে জন্মেছে। দ্বিতীয় চিন, তারপর নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, আমেরিকা, কঙ্গো, ইথিয়োপিয়া ও পাকিস্তান।



Tag: 
the most populous city in the world, which one of the following is not an area of sparse population, the most populous city in the world?, which one of the following is not an area of sparse population?, loka janasangya dinam