Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভাইরাল বাসবাড়ি, উপচে পড়ছে লোকের ভিড়

ভাইরাল বাসবাড়ি, উপচে পড়ছে লোকের ভিড় 


বাসবাড়ি
স্যোসাল মিডিয়া থেকে সংগৃহীত 



সম্পুর্ণ বাসের আদলে বাসস্থান তৈরি করেছেন পাড়ুইয়ের মৃৎশিল্পী উদয়। যা দেখতে ভিড় জমাচ্ছেন এলাকাবাসী। ইতিমধ্যে বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে স্যোসাল মিডিয়ায়।


ছবিতে দেখা যাচ্ছে মাঠের পাশে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বোলপুর-সিউড়ি রুটের আস্ত একটা বাস। উঠতে গেলে নজরে আসে, আসলে সেটা বাস নয়, থাকা-খাওয়ার বাড়ি।


জানা গিয়েছে বীরভূম জেলার পাড়ুই থানার ধানাইমোড় গ্রামের মৃৎশিল্পী উদয় দাসের তৈরি এই বাসবাড়ি।ছোটবেলা থেকে রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করতেন উদয়। পরবর্তিতে রাজমিস্ত্রি হয়ে ওঠেন তিনি। আর অপরদিকে উদয়ের পরিবার মৃৎশিল্পের কাজেও সঙ্গেও যুক্ত থাকায় বংশগত ভাবে সেই কাজও শিখে ফেলেছিলেন উদয়। উদয়ের সেই শিল্পী সত্ত্বার পরিচয় মিলেছে এই বাস বাড়ি নির্মাণে।




উদয়ের কথায়, ‘‘ছোটবেলায় যখন প্রথম বাসে চড়েছিলাম, সেই সময় এই যানটিকে ভালবেসে ফেলি। ইচ্ছা ছিল, এমন একটা বাড়ি বানাব। সেই ইচ্ছাপূরণ হয়েছে।’’


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code