Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভ‍্যাকসিন না নিয়েও হয়ে গেছে ভ‍্যাকসিন, ঘটনায় চাঞ্চল‍্য

ভ‍্যাকসিন না নিয়েও হয়ে গেছে ভ‍্যাকসিন, ঘটনায় চাঞ্চল‍্য




সরকারি হাসপাতালে ভ‍্যাকসিন নিতে এসে দেখে‌ন তার ভ‍্যাকসিন আগেই হয়ে গেছে। যদিও আগে তিনি কোথাও করোনা ভ‍্যাকসিন‌ই নেননি বলে দাবি করেন জলপাইগুড়ি শহরের রায়কতপাড়া এলাকার বাসিন্দা ওই মহিলা।


ঘটনায় ব‍্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে জলপাইগুড়ি শহরের কেরানি‌পাড়া এলাকায়। জলপাইগুড়ি পুরসভা পরিচালিত হাসপাতাল লাবণ্য মাতৃসদনে ভ‍্যাকসিন নিতে এসে ওই মহিলা জানতে পারেন তার প্রথম ডোজের ভ‍্যাকসিন কেউ আগে থেকেই নিয়ে চলে গেছে। 


মুনমুন দাশগুপ্ত নামে ওই মহিলা জানা‌ন, তাঁর স্বামী ও ছেলে প্রথম ডোজের ভ‍্যাকসিন নিলেও সময়ের অভাবে তিনি আগে ভ‍্যাকসিন নিতে পারেন‌নি। অথচ কেউ তাঁর নামে প্রথম ডোজের ভ‍্যাকসিন নিয়ে চলে গেছে। 


বিষয়টি নিয়ে হাসপাতালে‌র এক কর্মী বলেন, সরকারি তথ্য অনুযায়ী ওই মহিলার প্রথম ডোজের ভ‍্যাকসিন আগেই হয়ে গেছে। তবে সঠিকভাবে কি ঘটেছে তা তার জানা নেই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code