প্রয়াত বাংলাদেশের গণসংগীত শিল্পী ফকির আলমগীর





করোনা আক্রান্ত হয়ে প্রয়াত বাংলাদেশের গণসংগীত শিল্পী ফকির আলমগীর। বাংলাদেশের প্রখ্যাত গণসংগীত শিল্পী ফকির আলমগির (Fakir Alamgir) ঢাকার ইউনাইটেড হাসপাতালের কোভিড ইউনিটে ভেন্টিলেশনে ছিলেন তিনি। শুক্রবার রাত ১০টা ৫৬ মিনিটে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।



শিল্পীর প্রয়াণে শোকবার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Shaikh Hasina) বলেন, “এ দেশের সংগীত জগতে বিশেষ করে গণসংগীতকে জনপ্রিয় করে তুলতে ফকির আলমগিরের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।” আলমগিরের আত্মার শান্তি কামনা করে তাঁর পরিবারের সদস্যদের সমবেদনা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী।




বাংলাদেশের কালামৃধা গোবিন্দ হাইস্কুল থেকে ১৯৬৬ সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। এরপর জগন্নাথ কলেজ থেকে থেকে স্নাতক পাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় MA পাশ করেন।




তার গাওয়া ‘সান্তাহার জংশনে দেখা’, ‘বনমালী তুমি’, ‘কালো কালো মানুষের দেশে’, ‘মায়ের একধার দুধের দাম’, ‘আহারে কাল্লু মাতব্বর’, ‘ও জুলেখা’, 'ও সখিনা' সহ বেশ কিছু গান দারুণ জনপ্রিয়তা পেয়েছিল।