Latest News

6/recent/ticker-posts

Ad Code

১লা অক্টোবরের মধ‍্যে নয়া শিক্ষাবর্ষ চালু করতে নির্দেশিকা জারি UGC- র

১লা অক্টোবরের মধ‍্যে নয়া শিক্ষাবর্ষ চালু করতে নির্দেশিকা জারি UGC- র





১লা অক্টোবরের মধ‍্যে নয়া শিক্ষাবর্ষ চালু করতে নির্দেশিকা জারি করলো UGC। পাশাপাশি, UGC জানিয়েছে, সব বোর্ড পরীক্ষার ফল প্রকাশ করতে হবে ৩১ জুলাইয়ের মধ্যে। স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের ভর্তি প্রক্রিয়া ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে। নির্দেশিকা জারি করে এমনটাই জানালো ইউজিসি।




সব রাজ্যের কলেজের অধ্যক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের উদ্দেশে নির্দেশিকা জারি করেছে UGC । নির্দেশিকায় UGC জানিয়েছে, গত বছর ২৯ এপ্রিল এবং ৬ জুলাই যে গাইডলাইন দেওয়া হয়েছিল সেই অনুযায়ী নির্দিষ্ট সূচি তৈরি করে দেওয়া হল।




গাইডলাইনে বলা হয়েছে,

১. চূড়ান্ত পরীক্ষা শেষ করতে হবে ৩১শে অগাস্টের মধ্যে।

২. অফলাইন, অনলাইন বা দুই পদ্ধতি মেনেই পরীক্ষা নেওয়া যেতে পারে।

৩. অফলাইন ক্লাসের ক্ষেত্রে শারীরিক দূরত্ব সহ করোনা সংক্রান্ত যাবতীয় গাইডলাইন মানতে হবে।

৪. ২০২১-২২ সালের শিক্ষাবর্ষ শুরু করতে যাবে অফলাইন, অনলাইন বা দুই পদ্ধতি মেনেই।

৫. স্নাতক স্তরের প্রথম বর্ষ এবং স্নাতকোত্তর স্তরের ক্ষেত্রেও এই গাইডলাইন প্রযোজ্য হবে।

৬. শিক্ষাবর্ষে পরীক্ষা বা সেমিস্টার কবে নেওয়া হবে, পরীক্ষার প্রস্তুতির জন্য কতদিন ছুটি থাকবে তা ঠিক করবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান।

৭. ২০২১-২২ শিক্ষাবর্ষ শেষ করতে হবে ৩১ জুলাই ২০২২ সালের মধ্যে।

৮. ১ অগাস্ট ২০২২-এর মধ্যে নতুন শিক্ষাবর্ষ শুরু করতে হবে।

৯. যদি কোনও কারণে ফল প্রকাশে দেরি হয় সেক্ষেত্রে শিক্ষাবর্ষ শুরু করা যাবে ১৮ অক্টোবর ২০২১ তারিখে।

১০. করোনা পরিস্থিতিতে কোনও পড়ুয়া ভর্তি হওয়ার পর যদি তা বাতিল করে, তবে তাঁকে ভর্তির পুরো টাকা ফেরত দিতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code