আরও এক নারীর হাত ধরে ভারতের ঝুড়িতে আসছে অলিম্পিক্সের পদক
Tokyo Olympics 2020-তে ভারতে দ্বিতীয় পদক জয় নিশ্চিত করলেন লভলিনা বরগোহাই (Lovlina Borgohain)। আজ Women's Welterweight (64-69) কেজি বক্সিং বিভাগে সেমি-ফাইনালে প্রবেশ করলেন তিনি।
প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন চাইনিজ তাইপেই Chen Nien-কে ৪-১ এ পরাজিত করলেন Lovlina Borgohain।
ভারতের জন্য ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন তিনি। মেরি কম ও বিজেন্দ্র সিংয়ের পর তিনিই তৃতীয় ভারতীয় বক্সার, যিনি অলিম্পিক্সে মেডেল জয় করলেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊