Tokyo Olympics 2020:  সেমিফাইনালে  PV Sindhu, আরও এক স্বপ্নের হাতছানি 

PV Sindhu



Tokyo Olympics 2020-তে ভারতে দ্বিতীয় পদক জয় নিশ্চিত করলেন লভলিনা বরগোহাই (Lovlina Borgohain)। আজ Women's Welterweight (64-69) কেজি বক্সিং বিভাগে সেমি-ফাইনালে প্রবেশ করলেন তিনি। একই সাথে আরও এক স্বপ্নের হাতছানি। সেমিফাইনালে প্রবেশ করলেন ভারতের ব্যাডমিন্টন তারকা  PV Sindhu। 

japan এর প্রতিদ্বন্দি Akane Yamaguchi কে হারিয়ে সেমিফাইনালে প্রবেশ করলো সিন্ধু।