Latest News

6/recent/ticker-posts

Ad Code

৪১ বছরের ইতিহাসে প্রথমবারের মতন কোয়ার্টার ফাইনালে ভারতীয় মহিলা হকি টিম #cheers4india

৪১ বছরের ইতিহাসে প্রথমবারের মতন কোয়ার্টার ফাইনালে ভারতীয় মহিলা হকি টিম #cheers4india


Hockey


ভারতের হয়ে হ্যাটট্রিক করেন বন্দনা কাটারিয়া !অলিম্পিকের ইতিহাসে এই প্রথমবার ভারতের মহিলা হকি দলের কোনও খেলোয়াড় হ্যাটট্রিক করলেন। সেই সাথে ৪১ বছরের ইতিহাসে এই প্রথমবার অলিম্পিক্সে ভারতীয় মহিলা হকি দল কোয়ার্টার ফাইনালে উঠলো (QUARTER-FINAL for the first time in 41 years) 


বন্দনার হ্যাটট্রিক; হকিতে দক্ষিণ আফ্রিকাকে ৪-৩ গোলে হারাল ভারতের মেয়েরা। এদিন ভারতের হয়ে হ্যাটট্রিক করেন বন্দনা কাটারিয়া ৷ 


রুদ্ধশ্বাস ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল ভারত। তিন বার এগিয়ে যাওয়ার পরেও ৩-৩ করে ভারতকে চাপে ফেলে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে শেষ পর্যন্ত বন্দনা কাটারিয়ার হ্যাটট্রিকের সুবাদেই ৪-৩ ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালের আশা বাঁচিয়ে রাখল ভারত। পাশাপাশি বন্দনা ইতিহাসে নাম লিখিয়ে ফেললেন। বন্দনা হলে মহিলা হকির প্রথম প্লেয়ার, যিনি অলিম্পিক্সে হ্যাটট্রিক করলেন।


এই টোকিও অলিম্পিকের হকিতে পুরুষদের সঙ্গে সমান তালে লড়ছেন ভারতের মহিলা দলও ৷ মনপ্রীতরা ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছেন ৷ এবার ভারতের মহিলা হকি দলও কোয়ার্টার ফাইনালে ওঠার পথে ৷ শনিবার তারা দক্ষিণ আফ্রিকাকে ৪-৩ গোলে হারাল ৷


ভারতের হয়ে হ্যাটট্রিক করেন বন্দনা কাটারিয়া ৷ অলিম্পিকের ইতিহাসে এই প্রথমবার ভারতের মহিলা হকি দলের কোনও খেলোয়াড় হ্যাটট্রিক করলেন। সেই সাথে ৪১ বছরের ইতিহাসে প্রথমবারের মতন ভারতীয় মহিলা হকি দল অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে উঠলো। 



#INDvRSA #HaiTayyar #IndiaKaGame #TeamIndia #Tokyo2020 #TokyoTogether #StrongerTogether #HockeyInvites #WeAreTeamIndia #Hockey

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code