দরিদ্র শ্রমিকের কাছে পেয়েছিলেন প্রেরণা- তারপর হলেন নেপালের আদিকবি 





১৩ ই জুলাই ১৮১৪ তে পশ্চিমী নেপালের চুংডী ব্যান্সী অঞ্চলের রাম্ঘা গ্রামে অভিজাত ব্রাহ্মণ বংশে জন্ম গ্রহণ করেন নেপালের আদিকবি ভানুভক্ত আচার্য (The First Poet of Nepali Literature)। প্রথম নেপালী ভাষায় রামায়নের (Nepali Ramayan) অনুবাদক তিনি।


সংস্কৃত ভাষা এবং শাস্ত্র জ্ঞানী ছিলেন ভানুভক্ত আচার্য (Bhanubhakta Acharya)। নেপাল এবং নেপালী ভাষার প্রতি অগাধ অনুরাগী ছিলেন । ভানুভক্ত আচার্য স্থীর প্রতিজ্ঞ হ​য়ে ছিলেন সমাজ অথবা নেপাল দেশের জন্য নতুন কিছু করার জন্য।


জানাযায় এই বিষয়ে তিনি উৎসাহ এবং প্রেরণা পেয়েছিলেন একজন অতি দরীদ্র শ্রমিকের কাছ থেকে, যিনি কেবল ঘাস কেটে জীবিকা নির্বাহণ করতেন। সেই কৃষকের নিজ এলাকায় জলকষ্ট কী উপায়ে দূর হ​য়ে সমাজের লোকেদের সহজ উপায়ে জল পেতে সুবিধা হবে, এটা চিন্তা করে সেই দরীদ্র শ্রমিক নিজেই একটা কুয়ো খুড়ে ফেলেন। আর জলকষ্ট থেকে নিবৃত্তি দেন এলাকার মানুষদের।


এই মহান কাজ দেখে অনুপ্রাণিত হ​য়েছিলেন ভানুভক্ত আচার্য (Bhanubhakta Acharya) - তিনি চিন্তা করলেন যে- যদি একজন নিরক্ষর দরিদ্র শ্রমিক সমাজের কল্যাণের জন্য কিছু করতে পেরে সকলের শ্রদ্ধার পাত্র হতে পারে তবে তিনি একজন শিক্ষিত ধনি হয়ে সমাজের জন্য কেন কিছু করতে পারব না ! কবি লিখলেন-


" ... কুয়া খনাও
ঘাশী দরিদ্র ধরবো ,
তর বুদ্ধি কস্তো
ম ভানুভক্ত ধনী ভৈখন
আজ এস্তো ....."।


ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণের জন্য রীতি নীতি অনুযায়ি পুজা - অর্চণাদির জন্য সংস্কৃতে বিশুদ্ধ জ্ঞান থাকা দরকার। সেই জন্য নিজের ঘরেই পিতামহের কাছে ভানুভক্ত আচার্য সংস্কৃত ভাষার অধ্যয়ণ করতেন।




সংস্কৃতে প্রভুত জ্ঞান থাকার জন্য উনি চিন্তা করলেন যে যদি সংস্কৃতে লেখা মহাকাব্য রামায়নের নেপালী ভাষায় অনুবাদ করা যায়, তবে সংস্কৃত ভাষা না জানা সাধারণ নেপালবাসী নেপালী ভাষায় রামায়ন পাঠ করে রামায়নের মধু রস আস্বাদন করতে পারবে এবং সমাজের জন্যেও কিছু করা হবে।


অনতিবিলম্বে আরম্ভ করলেন নেপালী ভাষায় রামায়নের অনুবাদের কাজ আচার্য ভানুভক্ত (Bhanubhakta Acharya)। পূর্ণ করে ফেললেন নেপালী ভাষায় রামায়নের অনুবাদ। এই মহান কাজের জন্য উনি নেপালবাসীর কাছে শ্রদ্ধার এবং সম্মানের পাত্র হয়ে প্রসিদ্ধী লাভ করলেন।




ক্রমাগত চলতে থাকে ওনার সহিত্য এবং কাব্য চর্চা। নেপালী ভাষায় বহু কবিতা লেখেন এবং সংস্কৃত ভাষায় লেখা অনেক কাব্য এবং সাহিত্যেরও উনি নেপালী ভাষায়া অনুবাদ করে নেপালী এবং নেপাল দেশবাসীকে সাহিত্য এবং কাব্য রসে অবগাহিত করান।



এই মহান কাজের জন্যই ভানুভক্ত আচর্যকে (Bhanubhakta Acharya) "নেপালের আদি কবি" বলা হয় এবং ওনার জন্ম দিনকে উত্সবের দিনরূপে নেপালে শ্রদ্ধার সঙ্গে আজও প্রতিপালন করা হয়।


bhanubhakta acharya quotes, bhanubhakta acharya poems name, list of bhanubhakta acharya poems, bhanubhakta acharya famous poems, bhanubhakta acharya death date, bhanubhakta acharya poems in english, bhanu bhakta ghasi poem, bhanubhakta ko kabita haru

সূত্রঃ গোপাল চন্দ্র মুখার্জী