কি বললেন তামান্না  ! এভাবেই নিজের সৌন্দর্য বাড়াচ্ছেন দিন দিন!


tamanna bhatia


ত্বকের যত্ন নিতে কেউবা কাদামাটি স্নান করেন তো কেউ বা আরও কত কিছু, কিন্তু মুখের লালা ব্যবহার! তাও আবার তামান্না ভাটিয়া!


এমনি টিপস দিলেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। তাঁর কথায়, মুখের লালা নাকি ত্বকের যত্ন রাখতে বেশ কার্যকর। নিজের অদ্ভুত এক অভ্যাসের কথা জানালেন তামান্না।

tamanna bhatia



অভিনেত্রী আরো বলেন, তিনি চিকিৎসকের পরামর্শ মেনে ত্বকের যত্নের জন্য় নানা পদ্ধতি ব্যবহার করেছেন। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান- তিনি আপেল সিডার ভিডিগারের সঙ্গে মাটিও মিশিয়ে ত্বকের যত্ন নিতে ব্যবহার করেছেন।


তবে সব থেকে অদ্ভূত জিনিস নিজের মুখের লালারস তিনি ত্বকের ওপর প্রয়োগ করেছেন বলে দাবি করেছেন তামান্না।


তামান্নার কথা শুনতে অদ্ভুত লাগলেও, সকালে বাসি মুখের লালারস বেশ কার্যকর ত্বকের পক্ষে। বিশেষ করে ব্রনের চিকিৎসায় বেশ কার্যকর এই লালারস।


তামান্নাহ্‌ ভাটিয়া ২১ ডিসেম্বর, ১৯৮৯ সালে মুম্বাইয়ে জন্ম নেন। বাবা সন্তোষ ও মা রজনী ভাটিয়া। তার বড় ভাই হলেন আনন্দ ভাটিয়া। তামান্নার বাবা একজন ডায়মন্ড ব্যবসায়ী।


তামান্ন স্কুল জীবন শেষ করেন ম্যাকেঞ্জি কুপার এডুকেশনাল ট্রাস্ট স্কুল থেকে। ১৩ বছর বয়স থেকে অভিনয় জীবন শুরু করেন এবং স্কুলের বার্ষিক অনুষ্ঠানে একটি মূল চরিত্র করেন, যা তাঁকে পরিচিতি প্রদান করেন এবং পরে মুম্বাইয়ের পৃৃৃৃথ্বী থিয়েটারে এক বছর কাজ করেন।

বাহুবলী সিরিজ তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। তামান্নার ডাক নাম মিল্কি। এখনো অবিবাহিত তিনি।