সরকারি কর্মীদের DA নিয়ে সুখবর শোনালো সরকার  



অবসশেষে, সরকারি কর্মীদের DA বাড়ল ১১ শতাংশ। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই খবর।

গত বছর করোনা পরিস্থিতির জেরে মহার্ঘভাতা দেওয়া বন্ধ করে দেয় কেন্দ্রীয় সরকার। তিনটি কিস্তিতে যে মহার্ঘভাতা দেওয়ার কথা ছিল না বন্ধ হয়ে যায়। অবশেষে সেই সিদ্ধান্ত বদল করে মহার্ঘভাতা দেওয়ার ঘোষনা করা হল।

আজকের সিদ্ধান্ত অনুযায়ী, ১, জানুয়ারি ২০২০, ১ জুলাই ২০২০ এবং ১ জানুয়ারি ২০২১-এ যে তিনবার মহার্ঘভাতা দেওয়ার কথা ছিল, সেটা দেওয়া হবে।

কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে লাভবান হচ্ছেন প্রায় ৫২ লক্ষ কর্মী এবং ৬০ লক্ষ পেনশনভোগী।

গত সপ্তাহে ক্যাবিনেট সচিবের নেতৃত্বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জয়েন্ট কাউন্সিল মেশিনারি মহার্ঘভাতার বিষয়ে ছাড়পত্র দেয়। এরপরেই আজ এই ঘোষণা সরকারের। ফলে ১৭ শতাংশ থেকে বেড়ে মহার্ঘভাতা হল ২৮ শতাংশ।

সূত্রের খবর, সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী মহার্ঘভাতা ও ডিয়ারনেস রিলিফ এ বছরের সেপ্টেম্বরের মধ্যেই দেওয়া হতে পারে।

অন্য একটি সূত্র থেকে আবার জানা গিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রিসভা মহার্ঘভাতার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেও, সেপ্টেম্বর থেকেই তা দেওয়া হবে কি না, সেটা এখনও স্পষ্ট নয়।