Cock of the north: Roman stone-carved penis uncovered during Yorkshire archaeological dig
২০১৩ সাল থেকে ইয়র্কশায়ারে এই খননকাজ চালিয়ে যাচ্ছে ইংল্যান্ডের জাতীয় সড়ক পরিবহণ মন্ত্রক এবং একটি বেসরকারি সংস্থা। এই খননকাজে একে একে উঠে এসেছে অনেক শিল্পকলা। যেমন ২০০ বছরের পুরানো পিস্তাচিও বাদাম। এমনকি রোমান রাজত্ব কালের প্রায় ৬২ হাজার প্রত্নতাত্বিক নিদর্শন মিলেছে এই খননকার্যের ফলে।
এবার সামনে এলো আর এক প্রত্নতাত্বিক নিদর্শন। যা ২০১৪ সালে মিললেও সম্প্রতি তা পাঠানো হয়েছে ইয়র্কশায়ার মিউজিয়ামে। এই প্রত্নতাত্বিক নিদর্শনটি আসলে এক বিশাল পুরুষাঙ্গের। যার দৈর্ঘ্য প্রায় ২৮ সেন্টিমিটার। এটি একটি রোমান প্রত্নতাত্বিক শিল্পকলা।
গবেষকদের অনুমান, ব্রিটেনে রোমান সম্রাটদের শাসনকালের একেবারে গোড়ার দিকে পাথর দিয়ে বানানো হয়েছিল এই পুরুষাঙ্গ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊