Latest News

6/recent/ticker-posts

Ad Code

SBI এর মুকুটে নয়া পালক, রাষ্ট্রপতি ভবনে খুললো নয়া শাখা

SBI এর মুকুটে নয়া পালক, রাষ্ট্রপতি ভবনে খুললো নয়া শাখা




দেশের বৃহত্তর রাষ্ট্রায়ত্ত ব‍্যাঙ্ক State Bank of India অর্থাৎ SBI এর মুকুটে নয়া পালক। দেশের ইতিহাসে প্রথমবারের জন্য রাষ্ট্রপতি ভবনে শাখা খুলল SBI । যার প্রথম গ্রাহক রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।




শনিবারেই রাষ্ট্রপতি ভবনে এই নতুন শাখার উদ্বোধন হয়। উদ্বোধন করেন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামনাথ কোবিন্দ।





ওইদিনেই SBI এর নয়া শাখার তরফ থেকে প্রেসিডেন্ট কোবিন্দের হাতে তুলে দেওয়া হয় নতুন পাসবুক। এদিনের এআ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ( Nirmala Sitharaman), স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারপারসন দিনেশ খারা ( Dinesh Khara), ছিলেন অর্থদপ্তরের প্রতিমন্ত্রী ডঃ ভগবৎ কিশনারাও কারাদ সহ আরো অনেকে।




অটোমেটিক ক্যাশ উইথড্রয়াল ও ডিপোজিট, ভিডিও KYC UPDATE, পাসবুক প্রিন্টিং ফেসিলিটিও থাকছে। এই এস্টেটের মানুষজন ছাড়াও বাইরের এস্টেটের মানুষজন পরিষেবা পাবে বলে জানা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code