ফের ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ, সিকিম





ফের ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ সহ সিকিম। জানা যাচ্ছে রেখটার স্কেলে চার মাত্রার ভূমিকম্পের উৎসস্থল ইস্ট সিকিম। পাঁচ সেকেন্ডেরও বেশি সময় স্থায়ী হয় কম্পন। উত্তর-পূর্বের ভূমিকম্পের জেরে কম্পন অনুভূত হয়েছে দার্জিলিং, শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের একাধিক অঞ্চলে।




জানা যাচ্ছে, রবিবারের সন্ধে সাড়ে আটটা নাগাদ আচমকাই ভূমিকম্পে কেঁপে ওঠে উত্তর-পূর্বের পার্বত্য অঞ্চল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সেন্টার জানিয়েছে, পূর্ব সিকিমের রাজধানী গ্যাংটক থেকে ১১ কিমি দূরে দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্পের কেন্দ্র। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি।



কম্পন টের পেতেই আতঙ্কে রাস্তায় নেমে আসে মানুষ। আফটার শকও অনুভূত হয়। উল্লেখ‍্য কিছুদিন আগে কোচবিহার-সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় ভূমিকম্প অনুভূত হয়।