বদলে গেল ব্যাঙ্ক, দোকান, বাজার, জিম সহ শপিং মল খোলার সময় 



করোনা সংক্রমণের জেরে রাজ‍্যজুড়ে জারি কার্যত লকডাউনের মেয়াদ বেড়ে ৩০ই জুলাই করা হয়েছে। বেশ কিছু ক্ষেত্রে মিলেছে ছাড়। এবারে ছাড় পেয়েছে মেট্রো। তবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলতে পারে মেট্রো। তবে লোকাল ট্রেনের ক্ষেত্রে মেলেনি ছাড়। এদিকে স্কুল, কলেজ সিনেমা হল খুলছে না।



প্রথম জারি করা কড়া বিধি নিষেধ থেকেই এবছর পুরোপুরি লক ডাউন হয়নি রাজ‍্যে। বাজার দোকান খোলার সময়সীমায় বেঁধেছিল রাজ‍্য। করোনার প্রকোপ যত কমেছে তত দোকান বাজার খোলার সময়সীমা বেড়েছে। ১৬ই জুলাই অবধি রাত ৮ পর্যন্ত দোকান বাজার খোলার নিয়ম ছিল। কিন্তু আজকের ঘোষনা অনুযায়ী আগামী ১৬ই জুলাইয়ের পর দোকান বাজার শপিং মল খোলার রাখার কোনো সময়সীমা রইল না। অর্থাৎ, এখন থেকে স্বাভাবিক যে সময়সীমা সেই সময়সীমায় খোলা থাকবে বাজার দোকান শপিং মল।


এদিকে, ব‍্যাঙ্ক খোলার সময়সীমায় বেশ কিছুটা পরিবর্তন। ১৬ই জুলাই থেকে সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত খোলা থাকবে ব‍্যাঙ্ক।

প্রাতঃভ্রমণ ও ব্যায়ামের জন্য সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত খোলা থাকবে পার্ক।


আসন সংখ্যার ৫০ শতাংশ নিয়ে রেস্তোরাঁ, বার স্বাভাবিক কাজের সময় খোলা রাখা যেতে পারে। তবে রাত ৮ টার পর খোলা রাখা যাবে না।


জিমগুলি প্রত্যেক সেশনে ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে সকাল ৬ টা থেকে ১০ টা ও বিকেল চারটে থেকে রাত আট পর্যন্ত খোলা যাবে। কর্মী ও পরিষেবা গ্রাহকদের টিকাকরণ ও নিয়মিত স্যানিটাইজেশনের শর্তও থাকছে।