Weather Update উত্তরবঙ্গে কোন জেলায় কেমন  বৃষ্টি হবে জানালো আবহাওয়া দপ্তর 

Weather Update


রাজ্যে এবার বর্ষা আগে এসেছে। শুরুতেই বিভিন্ন জেলায় নদীতে জলস্তর বাড়লেই  বর্ষা ছিল বিক্ষিপ্ত। আর বর্তমানে সেই বিক্ষিপ্ত বৃষ্টিতে অস্বস্তি বাড়ছে-বাড়ছে গরমের দাপট। মৌসুমি বায়ু রাজ্যে ঢুকলেও, বর্ষার বৃষ্টির তেমন হয়নি উত্তরের জেলাগুলিতে। তবে স্বস্তির খবর শোনালো আবহাওয়া দপ্তর। 

আগামী ৫ দিন উত্তরবঙ্গের কোন জেলায় কেমন বৃষ্টিপাত হতে পারে, সে বিষয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে- দার্জিলিং এ আজ থেকে ১৯ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত, তবে  ১৭ তারিখ থেকে বজ্রবিদ্যুত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

জলপাইগুড়িতে ১৭ জুলাই থেকে শুরু হবে ভারী বৃষ্টিপাত, একই অবস্থা কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদার। এই সব জেলাতে ১৭ তারিখ থেকে হবে ভারী বৃষ্টিপাত -সাথে বজ্রবিদ্যুত। 

তবে আলিপুরদুয়ারে আজ থেকেই বৃষ্টিপাতের  সম্ভাবনা রয়েছে-তবে  ১৭ তারিখ থেকে বজ্রবিদ্যুত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

অর্থাৎ  ১৬ তারিখের পরে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে চলেছে এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।