অভিভাবকদের ভ্যাক্সিন, অবিলম্বে  স্কুল খোলা সহ একাধিক দাবীতে ডেপুটেশন 

school reopen



স্কুল খুলে অন্তত নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের পড়াশোনা অবিলম্বে চালু করার দাবি জানালো এ,বি,টি,এ র জলপাইগুড়ি জেলা শাখা।

স্বাস্থ্য বিধি মেনে, ২৯শে জুলাই জেলা বিদ্যালয় পরিদর্শক (মাঃ) এর কাছে স্মারকলিপি প্রদান করল এ,বি,টি,এ জলপাইগুড়ি জেলা নেতৃবৃন্দ।

ডেপুটেশনে অন্যান্য দাবির মধ্যে ছিল সমস্ত অভিভাবক অভিভাবিকাদের অবিলম্বে সরকারি উদ্যোগে ভ্যাক্সিন প্রদান করা, ডাক্তারদের পরামর্শ নিয়ে স্বাস্থ্য বিধি মেনে বিদ্যালয়গুলোতে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়াশোনা অবিলম্বে চালু করা, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে সংসদের খামখেয়ালিপনা ও দায়িত্বজ্ঞানহীনতার বলি কেন শিক্ষক শিক্ষিকারা হবেন তার আশু সমাধান।

এছাড়াও মিড ডে মিলের খাদ্য সামগ্রী থেকে সোয়াবিন বাদ দেওয়া নিয়েও প্রতিবাদ জানানো হয়‌‌ এর পাশাপাশি শিক্ষকদের পেশাগত দাবিদাওয়াও ছিল এই স্মারকলিপিতে।

ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবিটিএ জলপাইগুড়ি জেলা সম্পাদক প্রসেনজিৎ রায়, সদর মহকুমা সম্পাদক কৌশিক গোস্বামী, জেলা শাখার সহ সম্পাদক রীতা রায় সেনগুপ্ত সহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ।