জলের সমস্যা মেটাতে চরমানায় বসলো সাবমারসিবল কল




জলের সমস্যা মেটাতে শশঙ্গা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে গৈতান পুর চরমানা এলাকায় বসানো হচ্ছে সাবমারসিবল কল। ইতিমধ্যে কল বসানোর কাজ শুরু হয়েছে ওই এলাকায়। গৈতানপুর চরমোনা এলাকার মানুষদের জলের সমস্যা ছিল দীর্ঘদিনের। 



পানীয় জল থেকে স্নান এবং রান্না করার জল আনতে হতো পাশের বাড়ির কল থেকে অথবা জমিতে চাষের সাবমারসিবল পাম্প থেকে।তাতে কিছু কিছু সময়ে মালিক দের কথা শুনতে হতো বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। সেই দুঃখ-কষ্ট ঘুচতে চলেছে বর্ধমান খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির শশঙ্গা গ্রাম পঞ্চায়েতের এলাকার বাসিন্দাদের। 



বর্ধমান খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সদস্যা রেখা বিশ্বাস বলেন প্রায় ২ লক্ষ টাকা ব্যয়ে চরমোনাই এলাকায় আপাতত পাঁচটি পানিয় কল বসানোর কাজ চলছে। সাবমারসিবল এর মাধ্যমে সরবরাহ করা হবে জল। তিনি বলেন দীর্ঘদিনের সমস্যা ছোলো এই এলাকার মানুষদের। এই জলের কল বসানোর ফলে উপকৃত হবে এই এলাকার কয়েক হাজার মানুষ জন।



এলাকার মানুষের চাহিদা মতো এর আগেও এখানে করা হয়েছে কমিউনিটি শৌচালয় ।এলাকা মানুষের চাহিদামত এরপরও আরো কয়েকটি কল বসানো হবে বলে জানান পঞ্চায়েত সমিতি সদস্যা রেখা বিশ্বাস।

জলের সমস‍্যা মেটাতে চরমানায় বসলো সাবমিরসাবল

Posted by Sangbad Ekalavya on Monday, July 5, 2021