সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াইয়ের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়: তৃণমূলে যোগ দিয়ে অভিষেক মুখোপাধ‍্যায় 






জল্পনার অবসান, তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন রাষ্ট্রপতি প্রনব মুখোপাধ‍্যায়ের পুত্র অভিষেক মুখোপাধ‍্যায়। বেশ কয়েকদিন ধরেই চলছিল জল্পনা। রাজনৈতিক মহলের অন্ধরের সেই জল্পনা আজ অবসান হল। আজ বিকেলে তৃণমূল ভবনে তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ‍্যায় ও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন তিনি। 




তিনি বলেন, ‘বাম বিরোধিতার জন্যই চাকরি ছেড়ে রাজনীতিতে এসেছি। সম্প্রতি বিজেপি ঝড় রুখে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক সদস্য হিসেবে তৃণমূলে যোগদান করছি। দেশের সংহতি ও ঐক্য রক্ষার্থে লড়াই চলবে। দল যে দায়িত্ব দেবে, সেভাবেই কাজ করব।’




অভিজিৎ বলেছেন, ‘সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াইয়ের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে আমরা বামেদের সঙ্গে লড়াই করছি। মানুষ এটা মেনে নেননি। পশ্চিমবঙ্গে বিজেপিকে রোখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে লিডারশিপ দেখিয়েছেন, তা মানুষ গ্রহণ করছেন। সিপিএম-কংগ্রেসের জোট ভুল।’




তৃণমূলে যোগ দিলেন প্রণব পুত্র অভিষেক

Posted by Sangbad Ekalavya on Monday, July 5, 2021