বেহাল রাস্তা,প্রশাসনিক ভূমিকা নিয়ে প্রশ্ন এলাকাবাসীর
রঞ্জিত ঘোষ,বাঁকুড়া
সংস্কারের অভাবে বেহাল বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটি ব্লকের বড়শাল অঞ্চলের রাজারামপুর যাওয়ার রাস্তাটি । দীর্ঘ কয়েক কিমি রাস্তাটির চরম বেহাল দশা। প্রাক বর্ষার শুরুতেই রাস্তার মাটি উঠে গিয়ে বেরিয়ে এসেছে হাড়কঙ্কাল। তৈরী হয়েছে মাঝে মাঝে অসংখ্য খানাখন্দ-গর্ত । সাম্প্রতিক বর্ষণে ঐসব গর্তে জল জমে প্রায় ডোবায় পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয় এলাকাবাসীর ।
যাতাযাত করা খুবই দুস্কর হয়ে উঠেছে তাদের । প্রতিদিন এই রাস্তা দিয়ে প্রায় কয়েকশো মানুষ যাতায়াত করেন। বাস রুট না থাকলেও চলে অসংখ্য দু চাকার সাইকেল -মোটরসাইকেল। তবে এখন আর গ্রামে ঢুকে না এম্বুলেন্স । খানাখন্দে ভরা এই রাস্তাটিতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, বেহাল রাস্তাটি অবিলম্বে সরানোর দাবি তুলেছেন স্থানীয় মানুষজন। পাশাপাশি তারা আরো অভিযোগ করেন, আমাদের বাপ ঠাকুরদা দের আমল থেকেই এই রাস্তার অবস্থা বেহাল দশা। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। ভোটের পর ভোট পেরোলেও রাস্তা দিয়ে পারাপারের সমস্যা আজও বিদ্যমান রাজারামপুর গ্রামে।
এবিষয়ে স্থানীয় বড়শাল গ্রাম পঞ্চায়েতের প্রধানের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অবগত নন বলে জানালেও, খবর নিয়ে দেখবেন বলে আশ্বাস দেন।অন্যদিকে গঙ্গাজলঘাটী পঞ্চায়েত সমিতির পূর্তকর্মাধক্ষ জীতেন গরাই গ্রামবাসীদের দাবীর সঙ্গে সহমত পোষণ করেন এবং আগামীদিনে রাস্তাটির সংস্কারের জন্য ব্যবস্থা গ্রহণের কথা বলেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊