Latest News

6/recent/ticker-posts

Ad Code

গভীররাতে লাইনে দাড়িয়েও ভ‍্যাকসিনের টোকন না মেলায় বিক্ষোভ শহরবাসীর

গভীররাতে লাইনে দাড়িয়েও ভ‍্যাকসিনের টোকন না মেলায় বিক্ষোভ শহরবাসীর 





দক্ষিণ দিনাজপুরঃ গভীর রাত্রি থেকে পৌরসভায় ভ্যাকসিনের টোকনের লাইনে দাঁড়িয়ে সকালে ভ্যাকসিনের টোকন না পেয়ে রাস্তায় বিক্ষোভ দেখালো শহরবাসী। ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার।



টোকন নিতে আসা শহরবাসীরাদের অভিযোগ, ভ্যাকসিনের টোকনের জন্য রাত্রি একটা থেকে পৌরসভায় লাইন দিয়েছেন তারা।কিন্তু সকাল হতেই পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের তরফে জানিয়ে দেওয়া হয় পৌরসভায় পর্যাপ্ত ভ্যাকসিন নেই,যা শোনা মাত্রই সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে তুলে ৫১২নম্বর জাতীয় সরকার উপরে বিক্ষোভ দেখাতে থাকে সাধারণ মানুষেরা।



ঘটনার খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনার স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

যদিও পৌরসভার এক্সিকিউটিভ অফিসার অজিত কুমার মণ্ডল জানিয়েছেন,পৌরসভায় পর্যাপ্ত ভ্যাকসিন নেই তাই কোনো ধরনের নোটিশ টানানো হয়নি পৌরসভায়।বিষয়টি না জেনেই এরা লাইনে দাঁড়িয়ে ছিল ।

গভীররাতে লাইনে দাড়িয়েও ভ‍্যাকসিনের টোকোন না পেয়ে বিক্ষোভ

Posted by Sangbad Ekalavya on Monday, July 5, 2021

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code