৮ রাজ্যের নতুন রাজ্যপাল নিয়োগ করলো রাষ্ট্রপতি
আট রাজ্যের নতুন রাজ্যপাল নিয়োগ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। কর্ণাটক, ত্রিপুরা, গোয়া, মিজোরাম, মধ্যপ্রদেশ, হরিয়ানা, হিমাচল প্রদেশ, ঝাড়খন্ডের রাজ্যপাল নিয়োগ করলো রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী থোয়ারচাঁদ গেহলটকে কর্ণাটকের রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হয়েছে।
বান্দারু দত্তাত্রেয়কে হরিয়ানায় রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হয়েছে।
মিজোরামের রাজ্যপাল হিসাবে দায়িত্ব নেবেন হরি বাবু কম্বামপতি।
মঙ্গুভাই ছাগনভাই প্যাটেল মধ্য প্রদেশের রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছেন।
রাজেন্দ্রন বিশ্বনাথ আরলেকরকে হিমাচল প্রদেশের রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়েছে।
পিএস শ্রীধরণ পিল্লাইকে গোয়ার রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছেন।
সত্যদেব নারায়ণ আর্য ত্রিপুরার রাজ্যপাল হিসাবে নিযুক্ত হন।
রমেশ বাইস ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসাবে নিযুক্ত হলেন।
2 মন্তব্যসমূহ
One of the most important news.
উত্তরমুছুনভালো খবর
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊