মাঝ আকাশে উধাও যাত্রীসমেত যাত্রীবাহী বিমান ! খোঁজ নেই র্যাডারেও
মাঝ আকাশে উধাও হয়ে গেল রাশিয়া (Russia)-র যাত্রীবাহী বিমান। রাশিয়ার পালানা গ্রামের Petropavlovsk-Kamchatsky শহরের বিমানবন্দর থেকে ২২ জন যাত্রী এবং ৬ জন বিমান ক্রু সদস্য নিয়ে নির্দিষ্ট সময়েই রানওয়ে ছেড়ে আকাশে উড়েছিল রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান।
রাজ্যের পরিবহন মন্ত্রকের তরফে বলা হয়েছে যে টেক অফের কিছু সময় পরেই আচমকাই যেন অদৃশ্য হয়ে যায় বিমানটি। এমনকী এয়ার ট্রাফিক কন্ট্রোলারের র্যাডারেও বিমানটির কোনও খোঁজ পাওয়া যায় না।
জানা যাচ্ছে, যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ করা যায়নি বিমানটির সাথে। এমনকি বিমান দুর্ঘটনার কোনো খবর পাওয়া যায়নি। ইতিমধ্যে, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। শুরু হয়েছে সার্চ অপারেশন।
আচমকা এই ঘটনায় প্রাথমিকভাবে Interfax সংবাদ সংস্থা স্থানীয় আবহাওয়া দফতরে খোঁজ নিয়ে জানতে পারে রাশিয়ার পূর্ব প্রান্তের এই এলাকার আকাশ ছিল মেঘাচ্ছন্ন। সেই কারণেই যোগাযোগ বিছিন্ন হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। বিমানের শেষ অবস্থান দেখে শুরু হয়েছে তল্লাশিও।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊