লোকসভায় বিরোধী দলনেতার পদ থেকে অপসারণ করা হচ্ছে অধীরকে?
একুশের নির্বাচনে পশ্চিমবঙ্গে খালি হাত কংগ্রেসের। বাম-আইএসএফের সাথে জোট করেও মেলেনি একটি সিটও। এমনকি অধীর তথা কংগ্রেসের গড় মুর্শিদাবাদেও জয়ের মুখ দেখেনি কংগ্রেস। এদিকে কয়েকদিন থেকেই রাজনৈতিক মহলে গুঞ্জন লোকসভায় বিরোধী দলনেতার পদ সড়ানো হতে পারে অধীর রঞ্জন চৌধুরিকে (Adhir Ranjan Chowdhury)। সম্প্রতি চলছে জোর জল্পনা। দাবি করা হতে থাকে, বাদল অধিবেশনের আগেই অপসারণ করা হবে অধীর চৌধুরীকে। এবার সেই প্রশ্ন নিয়ে নিজেই মুখ খুললেন অধীর রঞ্জন চৌধুরি।
দ্য হিন্দুকে অধীর রঞ্জন চৌধুরি জানিয়েছেন, 'এ ধরণের কোনও তথ্য আমার কাছে নেই। আমি দলের একজন সৈনিক। দলের হাইকমান্ডের নির্দেশ মেনেই চলব।' তিনি আরও সংযোজন করেন, 'দলের শীর্ষনেতৃত্ব আমায় যা দায়িত্ব দিয়ে এসেছেন, তা পালন করাই আমার ধর্ম।'
লোকসভায় দলনেতা পরিবর্তনের খবর ভিত্তিহীন বলে জানিয়েছে কংগ্রেসও (Congress)। দলীয় সূত্রের খবর, অধীর চৌধুরীকে লোকসভায় কংগ্রেসের দলনেতা পদ থেকে সরানোর বিষয়ে দলের শীর্ষ স্তরে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ভরাডুবির এই ক্ষয়ক্ষতি মূল্যায়ন হলেও পশ্চিমবঙ্গে নেতৃত্ব বদলের বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি দলে বলেই সূত্রের খবর।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊