দুর্দান্ত অফার! No Cost EMI-তে 3,295 টাকায় OnePlus 9 Pro 5G ফোনটি কিনুন Amazon-এ
দুর্দান্ত অফার। No Cost EMI-তে OnePlus 9 Pro 5G ফোনটি কিনুন Amazon-এ। চলতি বছরের প্রথম দিকেই লঞ্চ হয়েছিল OnePlus 9 Pro 5G। জনপ্রিয়ও হয়েছিল কিন্তু চড়া দামের জেরে মানুষ কেনার কথা দুঃস্বপ্নেও ভাবতে পারেন না। এবার তাঁদের জন্য দুর্দান্ত অফার নিয়ে এল Amazon।
OnePlus 9 Pro 5G ফোনের 12GB RAM ও 256GB স্টোরেজ মডেলের চাহিদা সবথেকে বেশি। এর দুটো কালার ভেরিয়েন্ট মর্নিং মিস্ট ও উইন্টার মিস্ট । মর্নিং মিস্ট, যার দাম এই মুহূর্তে 69,990 টাকা। অন্য দিকে আবার উইন্টার মিস্ট কালার ভ্যারিয়্যান্টের দাম এই মুহূর্তে বাজারে 54,999 টাকা।
OnePlus 9 Pro 5G ফোনের দুটি কালার অপশনেই 17,350 টাকা করে ছাড় দেওয়া হচ্ছে। 12GB RAM ও 256GB স্টোরেজ মডেলের উইন্টার মিস্ট কালার ভ্যারিয়্যান্ট পেয়ে যাবেন 37,649 টাকায় এবং 12GB RAM ও 256GB স্টোরেজ অপশনের মর্নিং মিস্ট ভ্যারিয়্যান্ট পেয়ে যাবেন মাত্র 52,640 টাকায়।
সবথেকে চমৎকার ছাড় রয়েছে EMI অফারে। OnePlus 9 Pro 5G ফোনের মর্নিং মিস্ট কালার মডেলটি আপনি প্রতি মাসে মাত্র 3,295 টাকা কিস্তিতে নিতে পারবেন। এছাড়াও, এই ফোনে রয়েছে No Cost EMI অফার। HDFC Bank-সহ আরও বিভিন্ন ব্যাঙ্কের ক্রেডিট অথবা ডেবিট কার্ড ব্যবহার করে পেয়ে যাবেন।
আবার, OnePlus 9 Pro 5G ফোনের উইন্টার মিস্ট কালার মডেলটি প্রতি মাসে মাত্র 2,589 টাকা করে দিয়েই কিনতে পারবেন। এই ফোনেও থাকছে No Cost EMI অফার।
6.67 ইঞ্চির ডিসপ্লে, ওয়াটার ও ডাস্ট প্রুফ ডিসপ্লে, 12GB RAM ও 256GB পর্যন্ত স্টোরেজে 4,500mAh ব্যাটারি 65W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। 48MP প্রাইমারি সেন্সর। এছাড়া সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ফোনটিতে একটি 50MP ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, একটি 8MP টেলিফোটো সেন্সর এবং আর একটি 2MP মনোক্রোম সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ওয়ানপ্লাস মডেলে থাকছে একটি 16MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে এই ফোনে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊