কল্পনা চাওলা-র পর ফের এক ভারতীয় মহিলা সিরিষা বাণ্ডলা যাচ্ছেন মহাকাশে




কল্পনা চাওলা-র পর ফের এক ভারতীয় মহিলা সিরিষা বাণ্ডলা (Sirisha Bandla) যাচ্ছেন মহাকাশে । আগামী ১১ই জুলাই বিলিয়নিয়ার উদ্যোগপতি রিচার্ড ব্র্যানসন ও তাঁর ক্রু মহাকাশে যাওয়ার প্রস্তুতি নিতে ব্যস্ত৷ সেই ভার্জিন গ্যালাস্টিক টেস্ট ফ্লাইটে এই ক্রিউয়ের ৪ নম্বর ক্রু হিসেবে থাকছেন সিরিষা বাণ্ডলা। ভার্জিন গ্যালাকটিকে-র (Virgin Galactic) গর্ভনমেন্ট অ্যাফেয়ার্সের ও রিসার্চ অপারেশনসের ভাইস প্রেসিডেন্ট৷



সিরিষা ভারতীয় বংশোদ্ভুত। অন্ধ্রপ্রদেশের জন্মেছিলেন তিনি। হাউস্টানে তাঁর বেড়ে ওঠা৷ সিরিষার এই সাফল্যের জন্য অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু গর্বিতভাবে এই ভারতীয় কন্যাকে নিয়ে ট্যুইটে লেখেন, ‘‘ নিজেদের নির্ধারিত কাঁচের সীমা ভেঙে ভারতীয় বংশোদ্ভুত মেয়েরা এগিয়ে যাচ্ছে ধারাবাহিকভাবে৷’’ তিনি আরও লিখেছেন , সিরিষা বাণ্ডলা তেলেগু শিকড়ের মেয়ে ভিএসএস ইউনিটিতে আকাশে ওড়ার জন্য তৈরি৷ যা ভারতীয়দের গর্বিত করছে৷ ’’



ইতিমধ্যে নেট দুনিয়ায় অভিনন্দনের বন্যা চলছে। সকলেই এই ভারতীয় বংশোদ্ভুতা তরুণী অ্যাস্ট্রোনটের সাফল্যে দারুণ খুশি৷ সকলেই বলছেন তাঁর সাফল্য পরবর্তী প্রজন্মকে আরও উদ্বুদ্ধ করবে, আকাশ ছোঁওয়ার স্বপ্নও যে বাস্তব হয় তা বোঝাবে৷