প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনল ওকড়াবাড়ী অঞ্চলের কয়েকজন পঞ্চায়েত সদস‍্য







নিজস্ব সংবাদদাতা, দিনহাটা 

কোচবিহার জেলার দিনহাটা ১নং ব্লকের ওকড়াবাড়ী অঞ্চলের তৃণমূলের প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনল তৃণমূলের কয়েকজন পঞ্চায়েত। জানা যাচ্ছে, ওকড়াবাড়ী অঞ্চল তৃণমূলের দুই গোষ্ঠীর একদল প্রধানের পক্ষে অন্যদল প্রধানের বিপক্ষে। সম্প্রতি এলাকায় গুঞ্জন চলছিল প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনার আর তাই হল। অবশেষে অনাস্থা আনল ওকড়াবাড়ী অঞ্চল প্রধান রেনুকা বিবির বিরুদ্ধে।




ওকড়াবাড়ী অঞ্চলে ২২জন পঞ্চায়েত। এর মধ‍্যে ২ জন পঞ্চায়েতের নামে হাইকোর্টে কেস থাকায় তারা ইনভ‍্যালিড হিসেবে থাকায় ২০জন পঞ্চায়েত সদস‍্য রয়েছেন। প্রধান সহ বাকি ১৯ জন পঞ্চায়েত সদস্য বর্তমান গ্রাম পঞ্চায়েত প্রশাসনিক দায়িত্ব পালন করতেন। আজ দিনহাটা ১ নম্বর ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিসে ১৯ জন পঞ্চায়েত সদস্য ২ ভাগে বিভক্ত হয়ে প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলেন।



জানা যাচ্ছে শাসক দলের গোষ্ঠীকোন্দলের জেরে এক দিকে ৮ জন এবং অপর গোষ্ঠীর দিকে ১১ জন পঞ্চায়েত সদস্য রয়েছেন। সেই দুই গোষ্ঠীর এক গোষ্ঠী বর্তমানে প্রধান রেনুকা বিবির অপসারণ চাইছেন। আর এ নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। আজ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিসে অনাস্থার আবেদন জানিয়েছে। প্রধান অবৈধ কার্যকলাপ করছেন বলেই দাবি তাদের আর তাই প্রধানের অপসারণ চান।