Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রিয়জন হারানোর ব্যথা-অভিজিৎ এর এবারের 'তোরই ঠিকানা'য়

প্রিয়জন হারানোর ব্যথা-অভিজিৎ এর এবারের 'তোরই ঠিকানা'য় 

isha chowdhury


Rooh Music চ্যানেল থেকে প্রকাশ পেয়েছে  অভিজিৎ লাহিড়ীর মৌলিক গান "তোর'ই ঠিকানা"। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন অভিজিৎ লাহিড়ী নিজেই। পেশায় শিক্ষক অভিজিৎ লাহিড়ীর গান ও কবিতা খুব প্রিয়। 

গানটির মূল বিষয় প্রিয়জনকে হারানোর ব্যথা। গানটির মিউজিক করেছেন অজিত সরকার।  অজিত সরকার নিজে একজন বড় মাপের শিল্পী। 

গানটির ভিডিও ডিরেক্টর রিয়াস মন্ডল। ব্যথাতুর প্রেমের কাহিনীটি খুব সুন্দর ফুটিয়ে তোলা হয়েছে গল্পটিতে।  গানটিতে অভিনয় করেছেন অরবিন্দ রায়,  সমরজিৎ রায় ও ঈশা চৌধুরী। 

এ বছরই Zee Music channel এ অভিজিতের নিজের গাওয়া "তোমাতে হারাবো এই মন" টি প্রকাশ পায় । এর আগেও অভিজিৎ লাহিড়ীর লেখা ও সুর করা গান অনেক বড় বড় শিল্পীর কন্ঠে স্থান পেয়েছে।

অভিজিৎ লাহিড়ীর কথায় "করোনাকালীন এই কঠিন সময়ে হাজারও দুঃখ কষ্টের মাঝেও একটু খানি দুঃখ ভুলে থাকার প্রচেষ্টায় এই গান  নির্মাণ । সবার প্রতি আমার ভালোবাসা আর শুভ কামনা রইল।"


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code