ভারতে আন্তর্জাতিক বিউটি, স্কিনকেয়ার ব্র্যান্ডগুলোর বিপণনের জন্য নাইকা লঞ্চ করল দ্য গ্লোবাল স্টোর
 |
nykaa |
মুম্বাই, ৫ই জুলাই ২০২১: ভারতের অগ্রগণ্য বিউটি ও ফ্যাশন ই-কমার্স প্ল্যাটফর্ম নাইকা সম্প্রতি লঞ্চ করল দ্য গ্লোবাল স্টোর। উদ্দেশ্য আন্তর্জাতিক বিউটি ব্র্যান্ডগুলোকে এক সীমান্তহীন ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে ভারতীয় ক্রেতাদের কাছে নিয়ে আসা।
এই ব্র্যান্ডগুলো আমদানি সম্পর্কিত ভারতের সমস্ত ই-কমার্স নিয়মকানুন মেনে চলার চেষ্টা করবে এবং এমন এক দামে পণ্য বিক্রি করবে যা সমস্ত রকম কাস্টম, শুল্ক এবং করযুক্ত। সরকারি নিয়ম অনুযায়ী ক্রেতাদের কে ওয়াই সি তথ্য দিতে হবে। অফশোর ফুলফিলমেন্ট সেন্টার থেকে ৭ থেকে ২০ দিনের মধ্যে অর্ডার পাঠানো হবে এবং ক্রেতাদের দরজায় পৌঁছে দেওয়া হবে।
দ্য গ্লোবাল স্টোরের মাধ্যমে নাইকা আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর অনুমোদনপ্রাপ্ত খুচরো বিক্রেতাদের একটা শক্তিশালী নেটওয়ার্ককে ভারতে নিয়ে আসছে। বিশ্বাসযোগ্যতার প্রতিশ্রুতি বজায় রাখতে নাইকা প্রত্যেক ব্র্যান্ডের জন্য একটা মাত্র ভেন্ডরকেই স্বীকৃতি দেবে।
এই প্ল্যাটফর্ম সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা লেবেলগুলোর পণ্য বিক্রি করবে যার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, ফিনল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দুবাইয়ের মত দেশের লেবেলও আছে। এই ব্র্যান্ডগুলোকে যত্ন করে বেছে নেওয়া হয়েছে পৃথিবীব্যাপী প্রবণতাগুলোর উপর ভিত্তি করে। বিশেষভাবে নজর দেওয়া হয়েছে নির্দিষ্ট স্কিনকেয়ার প্রয়োজনগুলোর উপরে, আর্টিজানাল বিউটি, মিনারেল বেসড মেকআপ, প্ল্যান্ট পাওয়ার্ড হেয়ার কেয়ার ও বিজ্ঞানভিত্তিক ক্লিন সৌন্দর্যের উপর।
দ্য গ্লোবাল স্টোরের বিশিষ্ট ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে সম্প্রতি লঞ্চ হওয়া ব্র্যান্ড ডক্টর বারবারা স্টার্ম (লাক্সারি স্কিনকেয়ার ব্র্যান্ড, যা ইনগ্রেডিয়েন্ট সাইন্সের শক্তির সাথে গুণবিশিষ্ট গাছপালার নির্যাস মিশিয়ে তৈরি করে #SturmGlow)। এছাড়া আছে পার কসমেটিক্স (মিনারেল বেসড মেকআপ ও স্কিনকেয়ার সলিউশন কসমেটিফাইয়ের ২০২০-র হটেস্ট ব্র্যান্ডগুলোর অন্যতম), বাটার লন্ডন (একাধিক পুরস্কারজয়ী নেল প্রোডাক্ট আর ক্লিন ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি করা হয়), কসমেডিক্স স্কিনকেয়ার (লুক্স ক্লিন স্কিনকেয়ার লাইন, যার বিখ্যাত ফলোয়ারদের মধ্যে আছেন কিম কারদাশিয়ান, হেইলি বিবার, ভিক্টোরিয়া বেকহ্যাম, ডেমি মুর), আর্নো লাজলো স্কিনকেয়ার (ক্লিন সাইন্স লাক্সারি স্কিনকেয়ার, মনে করা হয় মেরিলিন মনরো আর অড্রে হেপবার্নের সৌন্দর্যের গোপন অস্ত্র হল এই ব্র্যান্ড), রাহুয়া (আমাজনের বৃষ্টি অরণ্যের দ্বারা প্রেরিত উচ্চ মানের হেয়ারকেয়ার প্রোডাক্ট) এবং রোডিয়াল (বিশ্ববিখ্যাত লাক্সারি স্কিনকেয়ার যা নির্দিষ্ট সমস্যার নির্দিষ্ট চিকিৎসা করে)।
নাইকার মুখপাত্র বললেন “নাইকাতে দ্য গ্লোবাল স্টোর লঞ্চ করতে পেরে আমরা উল্লসিত। আমরা অনেকদিন ধরে ক্রেতাদের মধ্যে নানারকমের আন্তর্জাতিক ব্র্যান্ডের চাহিদা লক্ষ করেছি, কিন্তু এই ব্র্যান্ডগুলো অতীতে ভারতের বাজারে ঢুকতে গিয়ে একাধিক চ্যালেঞ্জের মুখে পড়েছে। এই প্ল্যাটফর্মটা আসলে যেটা করতে চাইছে সেটা হল ভারতের বাজারে আসতে চাওয়া বিশ্ববিখ্যাত ব্র্যান্ডগুলো আর সেরা ব্র্যান্ডের জিনিস কিনতে চান এমন ক্রেতাদের মধ্যে সেতুবন্ধনের কাজ। দ্য গ্লোবাল স্টোরের মাধ্যমে নাইকা এক গুচ্ছ আন্তর্জাতিক ব্র্যান্ডকে ক্রেতাদের নাগালে নিয়ে এসে তাঁদের বেছে নেওয়ার মত বিকল্প, বিশ্বাসযোগ্যতা এবং সুবিধা দিল। এইভাবে ক্রেতাদের আরো বেশি ক্ষমতা দেওয়ার প্রক্রিয়া চালু রাখা হল।”
About Nykaa
Nykaa was founded in 2012 by Indian entrepreneur Falguni Nayar with a vision of providing a carefully curated range of products for every beauty solution. Derived from the Sanskrit word ‘Nayaka’ meaning one in the spotlight, it rests on three ideals - curation, content and convenience. Nykaa has an omnichannel model with multiple retail stores across India. The Nykaa Guarantee ensures that all products available at Nykaa are 100% authentic sourced directly from the brand or authorized distributors. Since its launch Nykaa has expanded its offering to include fashion with the multi-brand ecommerce platform Nykaa Fashion and grooming and lifestyle products for men with Nykaa Man. Through engaging and educational content and messaging on social media, emails and the Nykaa Network community platform, Nykaa caters to millions of beauty and fashion enthusiasts across India. Additionally, the Nykaa Pro platform caters to all professional beauty needs with special access and offers.
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊