টোটোতে লুকিং গ্লাস লাগানোর নির্দেশ জেলা প্রশাসনের






সমস্ত ব্যাটারি চালিত ই রিক্সোতে লুকিং গ্লাস লাগানোর নির্দেশ দিলো পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। সমস্ত ব্যাটারি চালিত ই রিক্সোতে লুকিং গ্লাস না লাগানো হলে তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা গ্রহণ করবে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। পাশাপাশি সকাল ৮টা থেকে রাত্রি ৮ পর্যন্ত জিটিরোডে টোটো চলাচল কঠোর ভাবে নিষিদ্ধ করা হয়। এমন-ই বক্তব্য সামনে রেখে মাইক প্রচারে রাস্তায় নামে জেলা প্রশাসন।



বর্ধমান উল্লাস মোড় থেকে নবাব হাট পর্যন্ত এবং গোটা কোর্ট চত্বরে এমন-ই মাইক প্রচার করেন জেলা প্রশাসন।মাইক প্রচারে বলেন সমস্ত ব্যাটারি চালিত ই রিক্সোতে লুকিং গ্লাস লাগাতে হবে। পাশাপাশি ৪ঠা জুলাই থেকে জিটিরোডে টোটো চালানো পুরোপুরি নিষিদ্ধ। এই নির্দেশিকাকে অমান্য করলে করা পদক্ষেপ নেবে জেলা প্রশাসন।



শহরের টোটো চালকরা বলেন জেলা প্রশাসনের এই নির্দেশ কে সাধুবাদ জানাই। তবে আমাদের টোটোতে লুকিং গ্লাস ছিলো কিন্তু এই পুলিশ কর্মীরাই লুকিং গ্লাস গুলো ভেঙ্গেছেন বলে অভিযোগ করেন তারা।

টোটোতে লুকিং গ্লাস লাগানোর নির্দেশ জেলা প্রশাসনের

Posted by Sangbad Ekalavya on Monday, July 5, 2021