দেশে নিম্নমুখী দৈনিক করোনা সংক্রমনের গ্রাফ,একদিনে আক্রান্ত ৪০,১১১ জন এবং ৭২৫




নিউজ ডেস্ক: রবিবার দেশে ৪০,১১১ জন করোনার আক্রান্ত হয়েছেন। এই সময়ে, ৪২,৩২২ জন করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন এবং এই সময় কালে ৭২৫ জন প্রাণ হারিয়েছেন। ৮৮ দিনের পর রবিবার সবচেয়ে কম মানুষের মৃত্যু হয়েছে করোনায়। এর আগে ৭ এপ্রিল ৬৮৪ জন করোনায় মারা গিয়েছিলেন। এটিও স্বস্তির বিষয় ছিল যে, রবিবার দেশের ১৯ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে মৃতের সংখ্যা ১০-এরও কম ছিল। একই সময়ে, ৭ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে করোনার কারণে একজনেরও মৃত্যু হয়নি।


এই রাজ্যগুলিতে একদিনে ১০ জনেরও কম মানুষের মৃত্যু হয়েছে করোনায়:


দিল্লী, ছত্তিশগড়, রাজস্থান, গুজরাট, মধ্য প্রদেশ, বিহার, তেলেঙ্গানা, পাঞ্জাব, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, গোয়া, পন্ডিচেরি, মণিপুর, ত্রিপুরা, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডে দশজনেরও কম মানুষের মৃত্যু হয়েছে করোনায় ।


এই রাজ্যগুলিতে গত ২৪ ঘন্টায় একজনেরও মৃত্যু হয়নি করোনায়:


চন্ডীগড়, নাগাল্যান্ড, মিজোরাম, সিকিম, দাদ্রা-নগর হাভেলি এবং দামান-দিউ, লক্ষদ্বীপ এবং আন্দামান ও নিকোবরে করোনায় একজনেরও মৃত্যু হয়নি।


একনজরে দেখে নেওয়া যাক দেশের করোনার সংক্রমণের সর্বশেষ পরিস্থিতি-


মোট করোনায় আক্রান্ত হয়েছেন- ৩.০৫ কোটি।


মোট করোনামুক্ত হয়েছেন - ২.৯৬ কোটি।


মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা - ৪.৭৭ লক্ষ।


মোট মৃত্যু হয়েছে - ৪.২ লক্ষ।


অন্যদিকে,পশ্চিমবঙ্গে নিম্নমুখী করোনার গ্রাফ।স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১,২৯৭ জন এবং এই সময়কালে প্রাণ হারিয়েছেন ২০ জন। এরপর রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫,০৫,৩৯৪।


পাশাপাশি,একদিনে করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ১,৭৭৭ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৪, ৬৮,৮১৫ জন । গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭,৫৭ শতাংশ।