বাংলা থেকে কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন দুজন, শান্তুনু ও নিশীথ ?
কয়েকদিন ধরেই কেন্দ্রীয় মন্ত্রীসভায় রদবদলের জল্পনা চলছে। জল্পনার মাঝেই আজ কেন্দ্রীয় মন্ত্রী সভা থেকে ইস্তফা দেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক, মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী্, ইস্তফা দিয়েছেন শ্রমমন্ত্রী সন্তোষ গাংওয়ার। আজ সন্ধেয় কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণ। সন্ধে ৬টায় রাষ্ট্রপতি ভবনে নতুন মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠান। যাঁরা মন্ত্রী হবেন, তাঁদের সঙ্গে আজ নিজের বাসভবনে বৈঠক করেন প্রধানমন্ত্রী।
মন্ত্রিসভায় দেখা যেতে পারে একাধিক নতুন মুখ। সূত্রের খবর, ৮ রাজ্যে থেকে তফশিলি জাতি উপজাতির ১২ জন মন্ত্রী হতে পারেন। ৮ জন জন পূর্ণমন্ত্রী হবেন। ৮ জন হবেন আদিবাসী মন্ত্রী হবেন। যার মধ্যে ৩ জন জায়গা পাবেন ক্যাবিনেটে। সূত্রের খবর, অনগ্রসর শ্রেণির ২৭ জন মুখ এবার মন্ত্রী হচ্ছেন। যার মধ্যে ৫ জন ক্যাবিনেট মন্ত্রী হবেন। এরমধ্যে ১ জন মুসলিম সম্প্রদায়ের, ১ জন শিখ, ১ জন খ্রিস্ট ধর্মাবলম্বী, ১ জন জৈন, ১ জন বৌদ্ধ ধর্মাবলম্বী। মন্ত্রিসভায় ১১ জন মহিলা সদস্য। যার মধ্যে ২ জন হতে পারেন প্রতিমন্ত্রী। এক সর্ব ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে এমনটাই খবর।
সূত্রের খবর, বাংলা থেকে প্রতিমন্ত্রী হতে পারেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। এছাড়া নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার এবং লকেট চট্টোপাধ্যায়ের নাম নিয়েও জল্পনা। চর্চায় রয়েছে প্রাক্তন রাজ্যসভার সাংসদ দীনেশ ত্রিবেদীর নামও।মন্ত্রী হতে পারেন বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার। আবার নতুন মন্ত্রীর তালিকায় ভূপেন্দ্র যাদব, সর্বানন্দ সোনওয়াল, জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার নামও শোনা যাচ্ছে।
বুধবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার উপস্থিতিতে উত্তরপ্রদেশের আপনা দলের নেত্রী অনুপ্রিয়া প্যাটেল, জ্য়োতিরাদিত্য সিন্ধিয়া, অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল, বরুণ গান্ধী, প্রীতম মুণ্ডা, ভূপেন্দ্র যাদব, মীনাক্ষি লেখি, পুরুষোত্তম রূপালা, অজয় মিশ্রা, শোভা কারাণজালে, নারায়ণ রাণে, পশউপতি পরশদের নিয়ে এক বৈঠক হয়। মনে করা হচ্ছে, মন্ত্রিসভার সম্প্রসারণে সম্ভবত তাঁদেরই ভাগ্যের শিকে ছিঁড়তে চলেছে।
বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রিসভায় মোট ৮১ জন মন্ত্রী হতে পারেন। বর্তমানে ৫২ জন মন্ত্রী রয়েছেন। ২৯টি পদ ফাঁকা রয়েছে। এবার পূর্ণমন্ত্রীর পদ পেতে পারেন ছয় জন। কে পেতে পারেন মন্ত্রিত্ব তা নিয়ে চলছে জল্পনা। দেখা যাক শেষ অবধি কারা ঠাই পায় কেন্দ্রীয় মন্ত্রীসভায়।
1 মন্তব্যসমূহ
latest news.
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊