একনজরে জেনে নিন কখন মেট্রো চলবে এবং কী কী নিয়মকানুন মানতে হবে?




করোনার ভয়াল কোপে মেট্রো পরিষেবা দীর্ঘ ৬১দিন পর আমজনতার নাগালে। গত বুধবার রাজ‍্য সরকার করোনা সংক্রান্ত বিধি নিষেধে কিছুটা শিথিলতা এনেছে। সেই শিথিলতাতেই আমজনতার জন‍্য ছাড় পেয়েছে মেট্রো। এতদিন নিজস্ব কর্মী ও জরুরী পরিষেবার জন‍্য চলছিল মেট্রো। তবে এবার আমজনতায় মেট্রো পরিষেবা পাবে।




একনজরে জেনে নিন কখন মেট্রো চলবে এবং কী কী নিয়মকানুন মানতে হবে?




সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সাধারণের জন্য মেট্রো পরিষেবা মিলবে।

আপ-ডাউন মিলিয়ে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দৈনিক ১৯২ টি মেট্রো চলবে।

দিনের প্রথম মেট্রোর সময় :

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ - সকাল ৮ টা,

দমদম থেকে কবি সুভাষ - সকাল ৮ টা,

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর - সকাল ৮ টা,

দমদম থেকে দক্ষিণেশ্বর - সকাল ৮ টা।

দিনের শেষ মেট্রোর সময় :

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ - সন্ধ্যা রাত ৭ টা ৪৮ মিনিট,

দমদম থেকে কবি সুভাষ - রাত ৮ টা,

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর - রাত ৮ টা।

স্মার্টকার্ড থাকলে তবেই মেট্রো ওঠা যাবে।

আপাতত ৫০ শতাংশ যাত্রী উঠতে পারবেন।

করোনাভাইরাস সংক্রান্ত যাবতীয় বিধি মেনে চলতে হবে। পরতে হবে মাস্ক। পালন করতে হবে দূরত্ববিধি

শনিবার নিজস্ব কর্মী এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের জন্য পরিষেবা চালু থাকবে। আপ-ডাউন মিলিয়ে ১০৪ টি মেট্রো চলবে শনিবার। তাতে আমজনতা উঠতে পারবে না।

ইস্ট-ওয়েস্ট মেট্রোয় সোমবার থেকে শুক্রবার দৈনিক ৪৮ টি ট্রেন ছুটবে।