শিব-পার্বতীর পুনর্মিলন শ্রাবণেই- আসুন জেনে নেই শ্রাবণ মাসের বিয়ের তারিখ

বিয়ে - বর বৌ সিঁদুর দান



ভগবান শিবের আরাধনা বা উপাসনা করার জন্য হিন্দু ধর্মে শ্রাবণ মাসকে অত্যন্ত শুভ হিসাবে মানা হয়, এমনকি শ্রাবণ মাস মহাদেব মহেশ্বরের প্রিয় মাস বলেও প্রচলিত বিশ্বাস রয়েছে। তাই, শ্রাবণ মাসকে 'শিবের মাস'ও বলা হয়ে থাকে। তাই হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শ্রাবণ হল সবথেকে পবিত্র মাস।

আর শ্রাবণ মাসের প্রতিটি সোমবারের মাহাত্ম্য আরও বেশি বলে বিশ্বাস করা হয়। শ্রাবণ মাসের সোমবার সৌভাগ্য ও পুণ্য অর্জনের জন্য উপযুক্ত বলে মনে করা হয়। তাই শ্রাবণের প্রতিটি সোমবার শিবের ব্রত পালন করেন হিন্দু ধর্মাবলম্বীরা।


বলা হয় সতীর দেহত্যাগের পরে আবার জন্ম নেন দেবী পার্বতী রূপে এবং শিব কে স্বামীরূপে পাবার জন্যে কঠোর সাধনা শুরু করেন। দীর্ঘ সাধনার পরে শিব সন্তুষ্ট হয়ে পার্বতীকে বিবাহ করতে সম্মতি প্রদান করেন এবং কথিত যে এই শ্রাবণ মাসেই শিব-পার্বতীর পুনর্মিলন হয়। সেই জন্যে শ্রাবণ মাস শিব ভক্তদের কাছে অনেক মহত্ব পূর্ণ।


১৮ জুলাই থেকে শুরু হচ্ছে বাংলার পবিত্র শ্রাবণ মাস, আর শেষ হবে ১৭ আগস্ট। এই শ্রাবণ মাসের বিয়ের শুভ তিথি জেনে নিন- বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকামতে- 


১১ শ্রাবণ ১৪২৮- ২৮ জুলাই ২০২১

বুধবার

রাত্রি ৭টা ২৫মি. ৩১সে, গতে রাত্রি ৯টা ০৪মি. মধ্যে । 

পুনঃ রাত্রি ১১টা ২০মি. ৩৮সে, গতে রাত্রি ২টা ২৪মি. ২৮সে. মধ্যে।।

পুনঃ রাত্রি ৩টা ৪৫মি. ৩৪সে. গতে শেষরাত্রি ৪টা ৫০মি, ১৩সে, মধ্যে।



১৮ শ্রাবণ ১৪২৪- ০৪ আগস্ট ২০২১

বুধবার

রাত্রি ৬ টা ৫৭মি. ১৭সে. গতে রাত্রি ৮টা ৩০ মি ৪৬সে মধ্যে। 

পুনঃ রাত্রি ১০টা ০২মি. ৪৯সে, গতে রাত্রি ১০টা ৩০ মি ১৮সে. মধ্যে। 

পুনঃ রাত্রি ১১টা ৫০মি. ৩সে, গতে রাত্রি ২টা ৩৬মি, ৫০সে. মধ্যে।




২৬ শ্রাবণ ১৪২৮- ১২ আগস্ট ২০২১

বৃহঃবার

সন্ধ্যা ৬টা ০৮মি ৩৪সে গতে রাত্রি ৭টা ৫৭মি  ৫৪সে মধ্যে। 

পুনঃ রাত্রি ১১টা ০৯মি ২২সে গতে রাত্রি ১২টা ২৭মি ৫৮সে মধ্যে। 

পুনঃ রাত্রি ১টা ০৪মি এসে গতে রাত্রি ৩টা ২১মি ৫০সে মধ্যে।



২৭ শ্রাবণ ১৪২৮- ১৩ আগস্ট ২০২১

শুক্রবার

সন্ধ্যা ৬টা ০৭মি. ৫২সে. গতে রাত্রি ৭টা ৩৬মি. ৪০সে, মধ্যে। 

পুনঃ রাত্রি ১১টা ০৫মি.১০সে. গতে রাত্রি ৩টা ১৬মি. ৪১সে মধ্যে। 


২৮ শ্রাবণ ১৪২৮- ১৪ আগস্ট ২০২১

শনিবার

রাত্রি ১১টা ০১মি ৮সে গতে রাত্রি ৩টা ১২মি ৩৬সে মধ্যে।




Srabon 2021 in West Bengal will begin on Sunday, 18 July and ends on Tuesday, 17 August