কবে আসছে করোনার তৃতীয় ঢেউ? জানালেন ICMR-র শীর্ষ আধিকারিক 



সবে মাত্র করোনার দ্বিতীয় ঢেউ সামলে উঠছে দেশ এর মাঝেই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। কবে আসবে তৃতীয় ঢেউ? কতটা এর প্রভাব? নানাবিধ প্রশ্ন এখন মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। এর মাঝেই ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR)-এর Epidemiology and Infectious Diseases বিভাগের প্রধান ডক্টর সমীরণ পাণ্ডা জানালেন, অগাস্টের শেষে আসতে চলেছে তৃতীয় ঢেউ।


ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR)-এর Epidemiology and Infectious Diseases বিভাগের প্রধান ডক্টর সমীরণ পাণ্ডা জানান, প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের কারণে মানুষের ইমিউনিটি ক্ষমতা কমে গিয়েছে। যা তৃতায় ঢেউকে ত্বরান্বিত করবে। এছাড়া করোনার ডেল্টা ও ডেল্টা প্লাস প্রজাতির কারণেও তৃতীয় ঢেউ অবসম্ভাবি। আরও জানান, অগাস্টের শেষে আসতে চলেছে তৃতীয় ঢেউ। তবে এর প্রভাব দ্বিতীয় ঢেউয়ের মতো মারাত্মক হবে না।


এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানোম ঘেব্রিয়েসাস( Tedros Adhanom Ghebreyesus) পরিষ্কার জানিয়ে দেন কোভিডের তৃতীয় ঢেউয়ের (Corona Third Wave) প্রাথমিক পর্যায় উপস্থিত হয়েছে গোটা বিশ্বে।তিনি বলেন, 'দুর্ভাগ্যবশত..আমরা বর্তমানে তৃতীয় ঢেউয়ের প্রাথমিক পর্যায়ে রয়েছি।' ফলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। করোনা বিধি পালন করার নির্দেশ দিয়েছেন এবং মাস্ক পরা ও সোশ্যাল ডিস্টান্সিং বজায় রাখার পরামর্শ দেন। এমনকি দেশের চিকিৎসক মহলও  সতর্কবার্তা দিয়েছেন।