ফের বাড়ল রান্নার গ‍্যাসের দাম, মাথায় হাত মধ‍্যবিত্তদের 





ফের বাড়ল রান্নার গ‍্যাসের (LPG) দাম। প্রতি মাসের প্রথম দিন রান্নার গ‍্যাসের দাম পরিবর্তন হয়। এর আগে মে মাসে রান্নার গ‍্যাসের দামের কোনো পরিবর্তন হয়নি। 



আবার এপ্রিলে দাম কমে ১০টাকা। তার আগে ফেব্রুয়ারি ও মার্চে রান্নার গ‍্যাসের দাম বেড়েছিল। এমাসে, ভর্তুকিহীন রান্নার দাম সিলিন্ডার প্রতি বাড়লো ২৫ টাকা। ফলে মাথায় হাত মধ‍্যবিত্তদের। 


কলকাতায় (Kolkata) ১৪.২ কেজির ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বেড়ে হল ৮৬১ টাকা। 

অন্যদিকে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে ৭৬ টাকা। 

কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৬২৯ টাকা।

দিল্লিতে (Delhi) ১৪.২ কেজির ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বেড়ে ৮০৯ টাকা থেকে বেড়ে হয়েছে ৮৩৪.৫০ টাকা। 

অর্থাৎ, দিল্লীতে রান্নার গ‍্যাসের দাম বাড়ল ২৫.৫০ টাকা।


রান্নার গ‍্যাসের মূল‍্যবৃদ্ধিতে কপালে চিন্তার ভাঁজ মধ‍্যবিত্তদের। এমনিতেই করোনা পরিস্থিতির জেরে লকডাউন বা কড়া বিধি নিষেধে একপ্রকার টান ধরেছে রোজগারে। ফলে মূল‍্য বৃদ্ধি বাড়তি বোঝা চাপিয়ে দিল মধ‍্যবিত্তদের।