২৪ ঘন্টার মধ্যে যুবক খুনের কিনারা করলো বর্ধমান থানার পুলিশ





২৪ ঘন্টার মধ্যে যুবক খুনের কিনারা করলো বর্ধমান থানার পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় চান্ডুল ক্যানেল পার এলাকা থেকে গলা কাটা মৃতদেহ উদ্ধার করে বর্ধমান থানার পুলিশ।এর তদন্তে নেমে শুক্রবার সন্ধ্যায় প্রতি বেশি এক যুবককে আটক করা হয়। দীর্ঘক্ষণ জিজ্ঞাসা বাদের পর খুনের কথা স্বীকার করে অভিযুক্ত নিরু মাঝি।এর পরই তাকে গ্রেফতার করে শনিবার বর্ধমান আদালতে তোলা হয়। শনিবার বর্ধমান সদর থানায় সাংবাদিক সম্মেলনে এমনটাই জানান অতিরিক্ত পুলিশ সুপার কল্যান সিংহরায়।



এ এস পি বলেন ঘটনার বিষয়ে আরো কিছু জানার জন্য নিরু মাঝি কে পুলিশ রিমান্ডে নেওয়া হবে। বিস্তারিত কারণ জানতে কিছুটা সময় লাগলেও প্রাথমিকভাবে জানা গেছে মৃত প্রদীপ মাঝির সঙ্গে অভিযুক্ত নিরু মাঝির স্ত্রীরির সঙ্গে অবৈধ সম্পর্ক ছিলো।অবৈধ সম্পর্ক থাকার কারনে নিরু মাঝির স্ত্রী মৃত প্রদীপ মাঝির সঙ্গে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার বিষয়টি নিরু মাঝি মেনে নিতে না পারায় আক্রোশের কারনেই এই ঘটনা ঘটিয়েছে। অভিযুক্ত নিরু মাঝির শিকারোক্ততে এমনটাই জানা গেছে বলে বলেন তিনি। 


তবে এর সঙ্গে আরো কেউ যুক্ত আছে কিনা,এবং কি জাতীয় অশ্র দিয়ে খুন করা হয়েছে সেবিষয়ে খোঁজ খবর নেওয়া হবে।

২৪ ঘন্টার মধ‍্যে যুবক কিনারা করলো বর্ধমান পুলিশ

Posted by Sangbad Ekalavya on Monday, July 5, 2021