ICSE ও ISC পরীক্ষাতেও প্রায় সবাই পাস, রাজ্যে এগিয়ে মেয়েরা

ICSE ও ISC পরীক্ষাতেও প্রায় সবাই পাস, রাজ্যে এগিয়ে মেয়েরা







মাধ্যমিকের পর এবার ICSE পরীক্ষা ও ISC পরীক্ষাতেও প্রায় সবাই পাস। ICSE পরীক্ষায় পাসের হার ৯৯.৯৮ শতাংশ। ISC পরীক্ষায় পাসের হার ৯৯.৭৬ শতাংশ।

রাজ্যে আইএসসিতে পাসের হার ৯৯.৬৩ শতাংশ। আইসিএসইতে পাসের হার ৯৯.৯৮ শতাংশ।

পশ্চিমবঙ্গে ছেলের তুলনায় মেয়ের পাসের হার বেশি। রাজ্যে আইসিএসইতে মেয়েদের পাসের হার ৯৯.৯৯ শতাংশ। আইসিএসইতে ছাত্রদের পাসের হার ৯৯.৯৭ শতাংশ।

পাশাপাশি রাজ্যে আইএসসিতে মেয়েদের পাসের হার ৯৯.৮২ শতাংশ। পশ্চিমবঙ্গে আইএসসিতে ছেলেদের পাসের হার ৯৯.৪৮ শতাংশ।

কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের ওয়েবসাইট cisce.org গিয়ে জানা যাচ্ছে ফল।

কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষা বাতিল হওয়ায় এবছর উত্তরপত্র পুনরায় দেখার সুযোগ থাকছে না। তবে পরীক্ষায় প্রাপ্ত নম্বর নিয়ে কোনও পড়ুয়ার কোনওরকম প্রশ্ন থাকলে তা সরাসরি পাঠাতে হবে সংশ্লিষ্ট স্কুলে। নম্বর নিয়ে সংশ্লিষ্ট স্কুলের কোনও প্রশ্ন বা বক্তব্য থাকলে ১ অগাস্টের মধ্যে পাঠাতে হবে কাউন্সিলের কাছে।

Post a Comment

thanks