দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া আসনে নির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূলের

দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া আসনে নির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূলের 




প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া আসনে উপ নির্বাচনের ঘোষনা দিয়েছে কমিশন। আগামী ৯ই অগাস্ট সেই উপনির্বাচন। তাঁর আগে রাজ‍্য শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফে সেই সিটের প্রার্থীর নাম ঘোষনা করলো। রাজ্যসভায় জহর সরকারকে পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেস।


এদিন টুইট করে তৃণমূল কংগ্রেস জহর সরকারকে দাড় করালো সেই সিটে। তৃণমূল কংগ্রেস ট্যুইট করে জানায়, ‘জনসেবায় যুক্ত থাকার ৪২ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। তিনি প্রসার ভারতীর প্রাক্তন সিইও। তাঁর অভিজ্ঞতা আমাদেরকেও দেশসেবায় আরও বেশি সাহায্য করবে। তাঁকে রাজ্যসভার জন্য মনোনীত করে আমরা আনন্দিত।’


উল্লেখ্য, দীনেশ ত্রিবেদী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। জহর সরকারকে এই আসনে মনোনীত করে তৃণমূল চমক দিল বলে মনে করা হচ্ছে। এদিকে ২৪-র ঘুঁটি সাজাতে শুরু করেছে তৃণমূল। ২৪-র বিধানসভা নির্বাচনে সর্ব ভারতীয় স্তরে লড়াই করতে চলেছে তৃণমূল কংগ্রেস। একুশে জুলাইয়ের ভার্চুয়াল মঞ্চ থেকে ঘোষনা দিয়েছেন মমতা বন্দোপাধ‍্যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ