উচ্চ মাধ‍্যমিকে পাশের হার ৯৭.৬৯%, ফলঘোষনা সংসদ সভাপতির





মঙ্গলবার প্রকাশিত হয়েছে মাধ‍্যমিকের ফল । এরপর আজ প্রকাশিত হল উচ্চ মাধ‍্যমিকের ফল। মাধ‍্যমিকে একশো শতাংশ উত্তীর্ন হলেও উচ্চ মাধ‍্যমিকে পাশের হার ৯৭.৬৯%।



সাংবাদিক বৈঠকে সভাপতি মহুয়া দাস বলেন এ বছর উচ্চমাধ‍্যমিক পরীক্ষা দিয়েছিল ৮ লক্ষ ১৯ হাজার ২০২ জন। তার মধ্যে পাশ করেছে ৯৭.৬৯ শতাংশ ছাত্রছাত্রী। এর মধ‍্যে ছেলেদের পাসের হার ৯৭.৭০ শতাংশ। মেয়েদের পাসের হারও প্রায় সমান। রাজ্যের সমস্ত জেলায় পাসের হার ৯০ শতাংশ ও তার বেশি। মাইনরিটিদের পাসের হার ৯৭.৪৬ শতাংশ। তফসিলি জাতি ও উপজাতিদের ক্ষেত্রে পাসের হার ৯৭.৩৩ শতাংশ। এছাড়া প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে ৩ লক্ষ ১৯ হাজার ৩২৭ জন ছাত্রছাত্রী।


এর আগে, ৭ জুন উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়। বিগত পরীক্ষার নম্বরের ভিত্তিতে বিশেষ ফর্মুলায় হয়েছে মূল্যায়ন। সেইমতোই আজ ফল ঘোষণা করেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস।