দুয়ারে সরকারের' পর শুরু হলো দুয়ারে প্রশাসন কর্মসূচি
পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে শনিবার থেকে শুরু হলো দুয়ারে প্রশাসন কর্মসূচি।জেলা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারন মানুষ।
এই কর্মসূচির মাধ্যমেই মানুষের সমস্যা-অভিযোগ শুনতে একেবারে মানুষের কাছে পৌঁছে যাবেন আইন রক্ষকরা। সাধারণ মানুষের অভিযোগের কথা শুনে পুলিশ তা নথিভুক্ত করবে। পাশাপাশি কোভিডের তৃতীয় ঢেউ নিয়েও পুলিশ কর্মীরা জনগণকে সচেতন করবেন।'দুয়ারে পুলিশ' কর্মসূচির মাধ্যমে জনসংযোগ বাড়বে বলে মত পুলিশ কর্তাদের।
পূর্ব বর্ধমানের ১৬টি থানার অনেক এলাকা সমস্যাসঙ্কুল বলে মনে করেন পুলিশ কর্তারা। নানা কারণে ওইসব সমস্যাসঙ্কুল এলাকার বাসিন্দারা পুলিশের কাছ পর্যন্ত পৌঁছাতে পারে না। সেইসব এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মানুষজনের সমস্যা বিষয়ে তথ্য সংগ্রহ এই কর্মসূচির মাধ্যমে যাতে করা যায় সেই ব্যাপারে পরিকল্পনা নেওয়া হচ্ছে। পাশাপাশি যথাযথ আইনানুগ পদক্ষেপ নিয়েও অভিযোগকারীকে পুলিশ সাহায্য করতে পারবে।
অতিরিক্ত পুলিশ সুপার কল্যান সিংহরায় বলেন আজ থেকে শুরু হয়েছে দুয়ারে পুলিশ ক্যাম্প। প্রতিটি থানার নির্দিষ্ট এলাকায় সময় নির্দিষ্ট করে এই শিবিরগুলি করা হবে। শিবির করার আগে ওই এলাকায় প্রচার করা হবে। শিবিরে সংশ্লিষ্ট থানার আইসি অথবা ওসি ছাড়াও আধিকারিকরা থাকবে। দুয়ারে পুলিশ কর্মসূচির মাধ্যমে তথ্য সংগ্রহের পর পরবর্তী পরিকল্পনা গ্রহন করা হবে। সপ্তাহে একদিন নির্দিষ্ট এলাকা ধরে শিবির করা হবে।এতে বহু মানুষ উপকৃত হবেন বলে তিনি জানান।
জেলা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে শক্তগড় এলাকার বাসিন্দা সোভা রায় বলেন অনেক মহিলারা কোর্টে থানায় যেতে ভয় পায়।সাহস করে বাড়ির মহিলারা অনেক সময় অনেক কিছু বলতে পারেনা। তবে পুলিশ প্রশাসন বাড়ির কাছে গেলে সকলে সাহস করে সব কিছু বলতে পারবে। শদর ঘাট এলাকার বাসিন্দা কার্তিক মন্ডল বলেন পুলিশের এই খুব সুন্দর।
দুয়ারে সরকারের পর এবার দুয়ারে প্রশাসন
Posted by Sangbad Ekalavya on Monday, July 5, 2021
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊